ভেবেছিলাম আজ একটি কবিতা পোস্ট করবো । তবে অনেকসময় আমরা ভাবি একরকম কিন্তু অবস্থার প্রেক্ষিতে শেষ পর্যন্ত তা আর হয়না । আজও ঠিক তেমনই সকালে ব্লগে এসে সাম্প্রতিক মন্তব্ব্যে আধুনিক কবিতা, কবিতার মান, এসব সম্পর্কিত একটি পোস্ট পড়ে মনে একটি প্রশ্ন উদয় হল কারন এমন কিছু পোস্ট আগেও পেয়েছি তাই প্রশ্নের সাথে কিছুটা ইতস্তত, ইগোতে আঘাত লাগা, খানিক সংশয় আর সংকোচ থেকে আজ কবিতা পোস্ট করার বাসনা বাদই দিলাম
মনেতে যে প্রশ্নটি উদয় হওয়ায় এই লেখা তা হচ্ছে “কবিতা আসলে কি ? কাকে বলে কবিতা ? বানান কিংবা বিরাম চিহ্নের সঠিক ব্যাবহার ছাড়াও আর কি কি বিষয় দিয়ে একটি কবিতার মান নির্ধারণ করা যায় ? একটি কবিতায় কি কি থাকলে তা একটি মানসম্মত কবিতা হবে?”
লিখলেই যদি লেখক হয় তাহলে আমি একজন নবীন লেখক । কবিতা কাকে বলে তাইতো জানিনা তাই নিজেকে কবি বলে দাবী করার দুঃসাহসও নেই আমার । ভালো লাগে তাই লিখি, শখে লিখি । ব্লগে কারও লেখা ভালো হলে আমরা তাতে প্লাস দেই কিন্তু আমি এখন পর্যন্ত কারও লেখায় প্লাস দেইনি কারন আমি মনে করি কারও লেখায় প্লাস দেওয়ার মতো যোগ্যতা এখনও আমার হয়নি । আমি কতটুকুই বা জানি, লেখা সম্পর্কে কতটুকু বুঝি কেমনই বা লিখি আর সেই আমি কিনা অন্য কারও লেখার মান বিবেচনা করে তাতে প্লাস দিবো ? তা কি করে হয় ? এ যেন ক্লাস ফোরের এক বাচ্চা কে মাস্টার্স এর পরীক্ষার খাতা দেখতে দেওয়া। আমি বড়জোর আমার ভালোলাগা জানাতে পারি ।
যাই হোক, কবিতা সম্পর্কে তেমন কিছু জানা নেই নিজের মনে যা আসে তাই লিখি একটু গুছিয়ে, আর চেষ্টা করি যেন শব্দের অর্থ ও বানানগুলো সঠিক থাকে ।
প্রশ্নের উত্তর খুজতে গিয়ে গুগলে নিচের লেখাটি পেলাম ও পড়লাম । আপনারাও চাইলে পড়তে পারেন
কবিতার সমালোচনা প্রসঙ্গে, ফজলুররহমান বাবুল
একজন লেখক হিসেবে পছন্দের বিষয় নিয়ে নির্ভুল বানান ও সঠিক শব্দে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারাই আমার কাছে একটি সার্থক ও মানসম্মত কবিতা । আর একজন পাঠক হিসেবে যে কবিতা পড়ে আমার ভালো লাগে, কবিতার ভেতরে কঠিন কঠিন শব্দের অর্থ উদ্ধার করতে আমাকে মানসিক পরিশ্রম করতে হয়না, ভুল বানানে চোখ আটকে যায়না তেমন কবিতাই আমার কাছে পছন্দের কবিতা । ভালোলাগা একেক জনের কাছে একেক রকম । আমার কাছে যা ভালো লাগবে তা অন্য কারও কাছে নাও লাগতে পারে । সে ক্ষেত্রে একটি কবিতা কারও না কারও কাছে ভালো লাগতেই পারে তা যেমনই হোক ।
একটি মজার বিষয় হচ্ছে আমি যতদিন এখানে আছি এখন পর্যন্ত, কবিতা লিখে, অনেক ভালো লিখে এমন কারও কাছে থেকে কবিতা, আধুনিক কবিতা, কবিতার মান, সামু ব্লগের কবিতার মান এমন সম্পর্কিত কোন পোস্ট আমার চোখে পরেনি । আর যারা এসব নিয়ে পোস্ট দিয়েছে তাদের ব্লগ ঘুরে আমি কোন কবিতার দেখা পাইনি । আচ্ছা, একজন গণিতের শিক্ষককে যদি জীব বিজ্ঞান ক্লাস নিতে বলা হয় ক্লাসে গিয়ে তিনি কি পড়াবেন ? গণিত নাকি জীব বিজ্ঞান ? নাকি সারাটি ক্লাস তিনি গল্প করেই পার করবেন
আরও একটি কথা, কবিতা ছাড়াও তো ব্লগে গল্প ও আরও অনেক ধরনের লেখা পোস্ট হয় এবং তা প্রথম পাতায়ই । এসব পোস্ট কি প্রথম পাতার সৌন্দর্য নষ্ট করেনা ? সামু ব্লগের মান নষ্ট করেনা ? প্রথম পাতায় মানহীন কবিতা থাকলে যাদের ভালো লেখা খুজতে দ্বিতীয় কিংবা তার পরের পাতা গুলো ক্লিক করতে কষ্ট হয় সেইসব পোস্ট থাকলে কি তাদের সেই কষ্টটা হয়না ? সামুর গল্প গুলোও কি সব মানসম্মত হয় ? মানহীন গল্প কিংবা অন্যান্য লেখা কি প্রথম পাতার সৌন্দর্য নষ্ট করেনা ? উত্তর যদি হ্যা হয় তাহলে বলবো মানহীন গল্প বা অন্যান্য লেখা নিয়ে কেন কোন বিরক্তি নয় ? কবিতা নিয়েই কেন বিরক্তি? আর যদি উত্তর না হয় তাহলে বলবো, আপনি নিজের অজান্তেই একজন কবিতা প্রেমী কারন অন্যান্য সব পোস্ট বাদ দিয়ে আপনি ঘুরে ঘুরে কবিতাই দেখেন এবং তার মান নিয়ে বিবেচনা করে কষ্ট করে আবার তা নিয়ে পোস্টও দেন । আমরা যাকে বেশী পছন্দ করি তাকে নিয়ে থাকতেই ভালোবাসি
তবে যখন কবিতা নিয়ে কিছু পোস্ট দেখে হতাশ হয়ে সংকোচে কবিতা পোস্ট করার ইচ্ছে দমে যায় ঠিক তখনই বিজন ভাইয়ার মতো সিনিয়র ব্লগারের কবিতা সংকলনের পোষ্টে নিজের লেখা কবিতা সেরা ৩০ এ দেখে কবিতা লেখা ও পোস্ট করার উৎসাহ যেন দ্বিগুণ বেড়ে যায়
সবশেষে বলবো, কবিতা, কবিতার মান এসব নিয়ে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই আর না কাউকে আঘাত করার জন্য এ লেখা । তবে একজন নবীন ও আনাড়ি লেখিকা হিসেবে যখন ওই ধরনের কিছু পোস্ট দেখি তখন কিছুটা ইতস্তত লাগে । সামু বিশ্বের সবচেয়ে বড় বাংলা ব্লগ কমিউনিটি তবে পাশাপাশি এটি একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের মাধ্যম । এখানে অবশ্যই মানসম্মত লেখা পোস্ট করা উচিত তবে যারা ভালো লিখে তারাও যেমন মডারেটরদের কাছে থেকে প্রথম পাতায় লেখার অনুমতি পেয়ে লিখছে আবার যারা মানহীন লেখা লিখে তারাও তেমনি প্রথম পাতায় লেখার অনুমতি পেয়েই লিখছে । তবে সবসময় যে একজন লেখকের সব লেখা ভালো হবে তাও নয় । তাই মডারেটররা হয়তো কারও লেখা পছন্দ করে তাকে প্রথম পাতায় লেখার সুযোগ করে দিল কিন্তু পরবর্তীতে দেখা গেল তার লেখার মান বাড়ছেনা বরং কমছে তখন মডারেটরদেরইবা কি দোষ । এ ক্ষেত্রে যা করা যেতে পারে, একজন নবীনকে, তার লেখাকে অনেক বেশী পর্যবেক্ষণ করে কিছুটা সময় নিয়ে তারপর তাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেওয়া কারন মাঝে মাঝে একদমই নতুন কিছু আইডি থেকে এমন কিছু পোস্ট আসে যেগুলো এইসব মানহীন কবিতা থেকেও বেশী ভয়ংকর
স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলার ,কথা বলার, মত প্রকাশের যেমন অধিকার আছে তেমনই একটি স্বাধীন প্লাটফর্মে স্বাধীন ভাবে লেখারও অধিকার সবার আছে আর যাদের কবিতা ভালো লাগেনা তাদেরও স্বাধীনতা আছে তা এড়িয়ে যাওয়ার । হোক না সেটি কোন লুতুপুতু, ম্যাও প্যাঁও কবিতা তা নিয়ে একটি পোস্ট লিখে অতখানি কষ্ট ও সময় নষ্ট না করে শুধুমাত্র একটি ক্লিক করেই আপনি চাইলেই পরের পাতায় যেতে পারেন অথবা বিষয়ভিত্তিক ব্লগে গিয়ে যা মন চায় তা পড়তে পারেন । চয়েজ আপনার ।
হ্যাপি ব্লগীং
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫