আমি মুক্তিযুদ্ধ দেখিনি
আমি দেখিনি কিভাবে লক্ষ প্রানের বিনিময়ে এ দেশ হয়েছে স্বাধীন
কিভাবে রক্তের বন্যায় ভেসেছে দেশ দীর্ঘ নয়টি মাস
কত মা বোন হারিয়েছে সম্মান হয়েছে সর্বনাশ !
স্বাধীনতার ডাকে হায়েনার মুখে
আমি দেইনি আপনজনকে বিদায়
বুকে পাথর চেপে সাহসীর মত,
যুদ্ধের ময়দানে বুলেটের আঘাতে
যে প্রান হয়েছে ক্ষতবিক্ষত !
আমি পাইনি রাইফেলের আঘাতে শরীরে যন্ত্রণা
হৃদয়ে অনুভব করিনি প্রিয়জন হারানোর ব্যাথা
হারাইনি সম্ভ্রম হইনি বীরাঙ্গনা !
তবুও যেন রক্তে জেগে উঠে সাহসী প্রতিবাদ
রক্তের বিনিময়ে জয় করে আনা
এক স্বাধীন দেশের সন্তান আমি
আমার রক্তে প্রতিবাদ যেন মানেনা কোন বাধ
আমরা হটিয়ে দিয়েছি সেই হায়েনাদের
যারা মুছে দিতে চেয়েছিল বাংলাদেশের নাম
করে দিতে চেয়েছিল আমাদের স্বাধীনতা বরবাদ !
রক্তের বিনিময়ে সম্ভ্রমের বিনিময়ে এনে দিয়েছেন যারা
বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলার স্বাধীনতা
হৃদয়ে অফুরান ভালোবাসা আর নিয়ে মমতা
আমি বার বার বলি কোটি বার বলি
নিও সালাম নিও শ্রদ্ধাঞ্জলি
হে বীর সন্তান হে বীর বাঙ্গালী !
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৭