তুমি দুপুর বেলার রোদ হয়ে আসো আমার বারান্দায়
তুমি বসন্তের তাজা ফুল হয়ে ফোটো আমার আঙিনায় !
তুমি রাত্রির প্রতি প্রহর গুনে নীরবতায় কথা বল
তুমি তুমি নও যেন আমারই ছবি, ছায়া হয়ে সাথে চল !
অনুভূতির আরেক নাম তুমি, বাস্তব না হোক কল্পনা
তোমাকে ঘিরেই রাত দিন শুধু স্বপ্নের জাল বোনা !
তুমি সূর্যোদয়ের প্রথম আলো, সূর্যাস্তের শেষ
তুমি শুকনো হৃদয়ে আমার, প্রিয় বৃষ্টির রেশ !
তুমি ভালোবাসার কাগজে মোড়া সবচেয়ে প্রিয় উপহার
তুমি মানে এক সাদাকালো জীবনে অনেক রঙের বাহার !
একরাশ ভালোলাগা তুমি, তুমি মানেই মুগ্ধতা
অনুভবের প্রতি পরতে পরতে তুমি ছড়াও স্নিগ্ধতা !
তুমি কবিতার প্রতি অক্ষর, আমার গল্পের নায়ক তুমি
তুমি প্রেম আর তুমি বিরহ, তুমি মানেই পাগলামি !
তুমি এ দেহে প্রানের স্পন্দন তুমি সুখের সুর
তুমি আছো তাই সবকিছু রঙিন জীবন কি সুমধুর !
তোমার নামেই ভালোবাসা যত তুমি শেষ সীমানা
হৃদয়ের অলি গলি জুড়ে শুধু তোমারই আনাগোনা !
তোমায় নিয়ে দিনের শুরু রাতও তোমাতেই শেষ হয়
তুমি আঁধারে প্রদীপ জ্বালো, আমার পৃথিবী তুমিময় !