১ তারিখ থেকে একটা নতুন জবে জয়েন করার কারণে আমি আমার " সামহোয়্যার-ইনের মস শেষে সেরা যারা " এই মাসে পোস্টটি দিতে পারিনাই । তবে অসম্পূর্ণ অবস্থায় পোস্টটি ড্রাফটে সেভ করা ছিলো।
নতুন চাকুরী , নতুন অফিস , নতুন জব রেসপনসিবিলিটি । বুঝেনই তো । কিন্তু আমি এখন ব্লগে এসে অবাক হয়ে গেলাম । পোস্টটি ড্রাফট থেকে অটো পাবলিশ হয়ে গেছে ।
পোস্টে ব্লগার খাটাস , প্রবাসী পাঠক অন্য একজন মন্তব্য করেন । পোস্টটি ২২বার পঠিত ও হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ব্লগে পোস্টটি দেখাই যাচ্ছিলোনা। পোস্টটি পাবলিশ হলো, সে পোস্ট ২২ বার পঠিত হল , ৪ টি মন্তব্য আসলো অথচ আমি কিছুই জানিনা ।
পোস্টটি সেভ করা হয়েছে দেখা যাচ্ছে ৬ই মে ২০১৪ দুপুর ২ টা বেজে ৫৯ মিনিটে। ১ মাস পর সে পোস্ট কেন পাবলিশ হলো বুঝলামনা।
আমার পোস্টের মন্তব্যে এসেছে এমন নটিফিকেশান দেখুন ।
পোস্টটি স্টিল আমার ড্রফটে আছে ।আমি এডিট করার সময় পাইনি।
এভাবে ড্রাফটে রাখা পোস্ট অটো পাবলিশ হয়ে গেলে কেমনে কি ? ফিলিং ইনসিকিউর।
যাই হোক আমি ১ তারিখ থেকে খুব কাজের প্রেসারে ছিলাম। তাই পোস্টটি সময় মত পাবলিশ করতে পারিনাই। কাল অফিস ছুটির পর পোস্ট এডিট করে কাল না দিতে না পারলেও শুক্রবারে দিতে পারবো বলে মনে হচ্ছে।
কিন্তু এভাবে ড্রাফটে সেভ করা পোস্ট অটো পাবলিশ হয়ে যাওয়াতে একটু হতাশ হয়েছি