[মডারেশন কে ব্যক্তি আক্রমণ করে করা মন্তব্য সাথে সাথে মুছে দেওয়া হবে। তবে আপনার ভালো ও গঠন মূলক পরামর্শ প্রত্যাশা করি]
এই শর্ত মেনে নিয়েই পোস্ট পড়ুন এবং মন্তব্য করুন। কারণ কবি বলেছে দুষ্টু মন্তব্যের চেয়ে মন্তব্য শূন্য পোস্ট শ্রেয়।
সম্মানিত সামু কর্তৃপক্ষ ,
সম্প্রতি আমি জানতে পেরেছি ছোট খাট অপরাধের জন্য অনেক পুরনো ব্লগারকে দীর্ঘদিন ধরে লগইন ব্যান / কমেন্ট ব্যান করে রাখা হয়েছে।
সেফ থেকে অনেককেই ওয়াচে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের কতদিন ওয়াচে নামিয়ে রাখা হবে কিংবা কতদিন লগইন ব্যান ও কমেন্ট ব্যান করে রাখা হবে তার নির্দিষ্ট কোন সময় নেই।
একজন ব্লগারকে যখন ওয়াচে নামিয়ে দেওয়া হয় অথবা কমেন্ট ব্যান/ লগইন ব্যান করা হয় তখন উক্ত ব্লগার ব্লগিং এর মজাটা হারিয়ে ফেলে।
২ বছরের পুরনো ব্লগার যেভাবে ভালো ব্লগিং করতে পারবে একজন নতুন ব্লগারের পক্ষে তা সম্ভব নয়।
প্রতিটা শাস্তির একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। সামুতেও শৃঙ্খলা ভঙ্গের জন্য কতদিন শাস্তি পেতে হবে তার একটা নির্দিষ্ট মেয়াদ বা সময় থাকা উচিৎ বলে মনে হওয়ার কারণেই এই পোস্ট লিখছি।
যারা ছোট খাট অপরাধ করে দীর্ঘ দিন ধরে শাস্তি পাচ্ছে তাদের শাস্তি মওকুপ করার ক্ষেত্রে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আর যারা পুরনো পাপী এবং বড় ক্রাইম করছে তাদের শাস্তি মওকুপ করার দরকার নেই। খুনের আসামীর শাস্তি ফাঁসি বা যাবত হবে এটাই স্বাভাবিক।
উপরিউক্ত বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার জন্য এই পোস্টের অবতারণ। আলোচ্য বিষয়ে সামুর ব্লগারদের কোন পরামর্শ থাকলে বা কিছু বলার থাকলে ভদ্র ও শালীন ভাষায় মন্তব্যের মাধ্যমে প্রকাশ করার আহবান জানাচ্ছি।