আমার মা, বোন, স্ত্রী, এবং মেয়ে। এরাই আমার জীবনে এসেছে।
মা
কেউ যদি আমার মাকে অপশন দেন যে, আমাদের মধ্যে একজনকে হত্যা করা হবে। আমার মা নিঃসন্দেহে বলবে, আমাকে হত্যা করো। আমার ছেলে/সন্তানকে ছেড়ে দাও।
বোন
আমার বোনের ব্যাপারে জানি না। তবে তাকে আমি যতটা ভালবাসি, সে আমাকে ততটা বা তার চেয়েও বেশি ভালবাসে।
স্ত্রী
আল্লাহ্র রহমতে এবং অনুমতিতে, আমার স্ত্রী আমাকে একটা সন্তান দিয়েছে। আমি জীবনে যা কিছু অর্জন করেছি সব ছেড়ে দিতে পারি। কিন্তু আমার সন্তানকে কোনদিন ছাড়বো না। প্রয়োজন হলে জীবনও দিয়ে দিতে পারি, কেউ যদি এমন অপশন দেয়।
আমার স্ত্রী কিছু উপার্জন করুক আর নাই করুক সেই হিসেবের চেয়ে আমার কাছে সবচেয়ে বড় হিসেব আমার সন্তান। যাকে জন্ম দেয়ার ক্ষমতা পেয়েছে আমার স্ত্রী এবং সেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। আমি কিন্তু আমার উপার্জিত অর্থের জন্য জীবন দেব না। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন আমার সন্তান, যাকে ধারণ করার ক্ষমতা আমার নাই। আমার স্ত্রী তাকে ধারণ করেছে।
আর শুধু সন্তান দানই নয়, তাকে পেটে বয়ে বেড়ানো, লালন-পালন করা, প্রতিটি মুহুর্তের কষ্ট, যা বাবা হিসেবে আমি করতে পারতাম না।
মেয়ে
অবশ্যই আমার ছেলের চেয়ে আমার মেয়ে আমাকে বেশি ভালবাসে।
নারী, তুমি তোমার গুণের কারণে অবশ্যই তুমি পুরুষের উপরে।
আমি শুধু একটা দিনের জন্য নারীকে ভালবাসি না, নারী আমার প্রতিদিনের ভালবাসা এবং সম্মানের। হোক সে আমার মা, বোন, স্ত্রী, মেয়ে।
ইসলাম ধর্মে নারীর কি অধিকার এবং সম্মান দিয়েছে সে আলোচনা করলাম না। আমার এই উপলব্ধি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রযোজ্য।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৯