এতে দেখা যাচ্ছে যে কয়জন ব্লগার মোবাইল থেকে সামুতে আছে তা দেয়া আছে । এতে করে বোঝা যাচ্ছে যে যত ঝড় তুফানই হোক ব্লগাররা সামুকে কত ভালোবাসে ! তাই যারা মোবাইল ইউজার তাদেরকে এক প্রকার সম্মান দেয়া আর কী ।
এতে দেখা যাচ্ছে কোন এক সত্কার বিহীন কাউয়া আমার ব্লগ ঘুইরা গেসে তা কোন সময় ঘুরে গেসে সেই তারিখ সহ দেখা যাচ্ছে , কিছুটা হলেও কাজের বলা যেতে পারে । আর হ , এই ফিচারের সন্ধান আমার আগের পোস্টে ব্লগার বাবুনি সুপ্তি ১৯ নাম্বার কমেন্টে উল্লেখ করেছেন
এইখানে দেখা যাচ্ছে যে নিজের আগের পোষ্ট গুলোতে যাওয়ার জন্য এদ্দিন আগের পাতা আর পরের পাতার মাঝে ১ ২ ৩ এরকম লিঙ্ক থাকতো। এখন দেখি First আর সব শেষে যাওয়ার জন্য > এই চিহ্ন দুটোও আছে। এইটাও বেশ কামের । এইটার সন্ধান দিসেন আমার আগের পোস্টে ব্লগার মে ঘ দূ ত ২২ নাম্বার কমেন্টে উল্লেখ করেছেন ।
আর কেউ কিছু জানেন ? জানলে জানাইয়েন ।
এখন একটা অসুবিধার কথা জানাই সামুতে আবার কী না কী করছে ? মাঝে মাঝেই সাইট এমন দেখা যায়
ছবি সুত্র ব্লগার রক্তিম কৃষ্ণচূড়া
আর এইটা cometBird ব্রাউসারে বেশি হচ্ছে