রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীতে প্রেম ঘটিত কারণে ঝাঁপ দিয়ে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা ৭ টায় মহানগরীর পদ্মা গার্ডেন সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই কলেজ ছাত্রের নাম ইব্রাহীম হোসেন হিমু। সে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার বাবা আব্দুস সালাম আল-মাদানী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক।
সদর ফায়ার সার্ভিসের একটি দল শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় হিমু তার বন্ধু সাফিন এবং এক বান্ধবীর সাথে পদ্মা চরে ঘুরতে যায়। চর থেকে নৌকা যোগে এপারে ফেরার পথে বান্ধবীর সাথে বাক বিত-ার এক পর্যায়ে নদীতে ঝাঁপ দেয় হিমু। তাকে রেখে বন্ধু সাফিন এবং এক অজ্ঞাতনামা বান্ধবী যাত্রী বোঝায় নৌকাটিকে তীরে ভিড়তে বললে মাঝি নৌকা তীরে ভিড়ান।
পরে খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার স্টেশন মাস্টার মনোরঞ্জন সরকারের নেতৃত্বে ৩ জন ডুবুরি দল ঘটনা স্থলে এসে নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধারে অভিযান শুরু করেন। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে দলটি তাকে উদ্ধারে ব্যর্থ হয়।
এ ঘটনার পর থেকে সাফিন পলাতক রয়েছে। নিখোঁজ হিমুকে উদ্বারে রোববার আবারো অভিযান চালানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।