পাটগ্রাম(লালমনিরহাট): সোনিয়া গান্ধীর বাংলাদেশ সফর শুরুর দিন রোববার ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ বুড়িমারী সীমান্তে এক বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা করে তার লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে।
অথচ মাত্র ক`দিন আগেই খুলনায় সমাপ্ত বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্তে বাংলাদেশি হত্যা না করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিল বিএসএফ।
স্থানীয় সূত্র জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়ীমাড়ি ইউনিয়নের বামনদল সীমান্তে নিহত রফিকুল ইসলামের (৩০) লাশ সীমান্তনদী সানিয়াজান থেকে উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিজিবি সূত্র জানায়, বুড়ীমাড়ি ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৫ নম্বর মেইন পিলারের পাশ থেকে ভারতীয় কুচবিহার ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি সীমান্ত ফাঁড়ির টহল দল রোববার ভোরে রফিকুল ইসলামকে আটক করে।
এরপর তাকে বেদম প্রহার ও কপালে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। পরে তার লাশ সীমান্তের সানিয়াজান নদীতে ভাসিয়ে দেয় তারা।
নিহতের বাবা বাহার উদ্দিন বাংলানিউজকে জানান, ২৩ জুলাই যোহরের নামাজের পর রফিকুল বাড়ি থেকে বের হন। পরে রোববার সকালে সাড়ে ১০টার দিকে তার লাশ ওই নদীতে পাওয়া যায়।
এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়া প্রতিবাদপত্র পাঠিয়েছে বিএসএফকে।
নিহত রফিক আল আমীন (৮) ও রিফাত (৫) নামে ২ পুত্র সন্তানের জনক।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল ৮৩৫ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শুরু হয়েছে। লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর সীমান্তফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল বাছেদ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন। বিএসএফের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কোম্পানি কমান্ডার এসকে শর্মা।
View this link