আগে ভিডিওটা দেখুন - Click This Link
শিঘ্রি আমরা ৩১ জন প্রত্যেকে ১ হাজার টাকা করে ডোনেট করবো । এই ৩১ হাজার টাকা থেকে আগামি কোরবানির ঈদের আগেই প্রতিটি শিশুর জন্য নতুন জামা কিনে দেবো আর ঈদের দিন তাদের জন্য ভালো খাবারের ব্যাবস্থা করবো ।
আমাদের দেশের মানুষ অত্যন্ত সহৃদয়বান । অনেকেই তাদের সামর্থানুযায়ি দান করেন । আবার অনেকেই সঠিক জায়গা বা পদ্ধতি না পেয়ে হতাশ হন । এইড বাংলা নামে আমাদের একটি চ্যারিটি অর্গানাইজেশন আছে । এই সংগঠনের প্ল্যাটফর্মে আমরা সেই সব সুহৃদ মানুষকে সংঘবদ্ধ করবো ।
আমরা প্রতিটি জেলা-উপজেলার সরকারি এতিম খানার ঈদ বঞ্চিত শিশুদের জন্য একই ভাবে এই আয়োজন করবো । মানে কমপক্ষে প্রতিটি এতিম খানার শিশুর সমান সংখ্যক মানুষকে আমরা একত্রিত হতে সাহায্য করবো । আমরা প্রত্যেকের দানের জন্য এমন পরিমান অর্থ নির্ধারন করেছি, যাতে সেটা দেশের অধিকাংশ স্বনির্ভর মানুষ সহজেই দিতে পারেন ।
আমাদের কার্যক্রমে যারা ইতিমধ্যেই শামিল হয়েছেন -
১। মো: আমজাদ হোসেন
২। তারেক হাসান খান নিপু
৩। শাকির শিবলু
৪। নজরুল ইসলাম আমান
৫। রেজাউর রহমান খান বাবু
৬। ফজললু হক বাপ্পা
৭। আক্তার হোসেন
৮। এম এন দিপু
৯। ডা: সিরাজুদ্দিন
১০। ডা: জুয়েল
১১। মো: সালাউদ্দিন
১২। মো: স্বপন
১৩। রফিক রেজা উপল
১৪। মফিজুদ্দিন সুমন
১৫। মো: খালিদ হোসেন
১৬। সবুজ
১৭। মো: আজাহার হোসেন
১৮। মো: আশিক
১৯। শফিক সাদেক
২০। রেজানুর খান চমক
২১। জাকির হোসেন
২২। এন সি নিল
২৩। মেরাজ হোসেন
২৪। তাহসিব হোসেন
২৫। মো: সিরাজি
২৬। মো: ইদ্রিস
আরো সহৃদয়বানরা এগিয়ে এলে এই চ্যারিটি কার্যক্রম আমরা দ্রুত সারা দেশে ছড়িয়ে দিতে পারবো । কেউ অর্থ দিয়ে সাহায্য না করতে পারলেও যদি আমাদের কার্যক্রমের সাথে শামিল হতে চান, আমরা তাদেরকেও সাদরে গ্রহন করবো । যারা আমাদের সাথে যোগ দিতে চান, তারা কমেন্ট করে জানান অথবা নিচের নাম্বারে ফোন করুন -
এইড বাংলা - 01612131009
এই সংক্রান্ত আমার ১ম পোস্ট -
দয়া করে আরো ৩০ জন এগিয়ে আসুন, আমরা শিশুগুলোর ঈদের অপ্রাপ্তি কিছুটা হলেও দুর করি ।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩