দাদাবাদ (Dadaism) নিয়ে পড়তে গিয়ে দাদা কিভাবে শত বছর বেঁচে রইল ! লিখাটি অনুবাদ করেছিলাম। ২০১৬ সালের মে মাসে দাদাবাদের ১০০ বছরপূর্তি উপলক্ষে আর্টসি ইডিটোরিয়ালে ক্যারেন কেডমি’র লিখা “দাদা কিভাবে শত বছর বেঁচে রইল!” প্রকাশিত হয়।
Maurizio Cattelan এর সলিড-স্বর্ণের তৈরি টয়লেট, যেটা Guggenheim মিউজিয়ামের বাথরুমে ব্যবহারের জন্য স্লেট পাথর দিয়ে বানানো হয়েছে। দুসাম্পের সমকালীন উত্তোরাধিকারী হিসেবে ধরা হয় এটিকে, Cattelan টয়লেট কমোডের জাকজমকতা দিয়ে পূর্বসুরী আর্টিস্টের কাজ FOUNTAIN এর স্মৃতিকে আবার জাগিয়ে তুলেছেন এবং এই কাজটির প্রেক্ষিতে, তিনি বলেন, এই ধরনের চিন্তা থেকেই হয়ত Picabia লিখেছিলেন, “Art is a pharmaceutical product for idiots.”
যতই দাদাবাদ সম্পর্কে পড়ছিলাম ততই অবাক হচ্ছিলাম। আর্ট ও এন্টি-আর্টের খেলার সে এক আজব দুনিয়া। এখনকার যে সুবোধ, ঢাকার দেয়ালে দেয়ালে, তা তো ১০০ বছর আগের সেই দাদাবাদেরই প্রতিফলন। ১০০ বছর পরেও কত প্রাসঙ্গিক। দাদাবাদ নিয়ে বাংলায় ভালো লিখা আর কিছু কি আছে? কেউ জানলে জানাবেন। দাদাবাদ নিয়ে আরো পড়তে চাই।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১