শুভেচ্ছা নিবেন,
নিয়মটি হলো প্রতি ঘন্টায় ১৫ জন ব্লগার ব্লগ লিখবে, আবার যে ঘন্টায় ব্লগার ব্লগ লিখেছে, সে পরের ঘন্টায় লিখতে পারবেনা প্রথম পাতায়,
অর্থাৎ ১০০জন ব্লগার এভাবে ২৪ ঘন্টায় একবার লেখার সুযোগ পাবে প্রথম পাতায় ।
এই নিয়মটি করা কেনো দরকারঃ
একজন ব্লগার যদি পরপর ৩টি ব্লগ লিখে ১ ঘন্টায় তবে প্রথম পাতা থেকে অনেক ব্লগারের গুরুত্বপূর্ণ ব্লগ প্রথম পাতা থেকে সড়ে পড়ে, তাই অনেক সময় দেখা যায়, দারুন দারুন লেখা পাঠ করা হয়েছে ৩বার ৫বার ৭বার, কিন্তূ যে লেখা বেশী উপকারের নয়, শুধু তর্ক বিতর্কে ভরা বা তেমন কাজের নয়, তা পাঠিত হয় ১০০বার এর কারন হলো প্রথম পাতায় এটা স্থির থাকে এমন সময় যখন ভিজিটরগন প্রবেশ করেই প্রথম পাতার পুস্ট দ্যাখে,, অনেক ভিজিটর ২য় পাতায় যেতে কৃপনতা করেন, তাই যেসব লেখা দারুন ও খুব প্রয়োজনীয় তা বেশী পঠিত হয়না, বরং নিচে পড়ে থাকে, এক কথায় বললে বলা যায় তা বহুত নিচে হারিয়ে যায়,
আমি জানিনা আমার এই লেখাটি কয়জন ব্লগারের ব্লগের নিচে পড়ে চ্যাপটা হবে ও যা বেশী পড়া হবেনা, শুধু প্রথম পাতা থেকে সরে যাওয়ার কারনে,,,
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ ভোর ৪:৪৮