আত্মা
সম্পর্কে সঠিক ও বৈজ্ঞানিক উত্তর, যেরকম উত্তর আত্মার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ দিতে পারেনা
l
l
এ পর্বে আমরা শুধু জানবো আত্মা কি ? এর কাজ, কেনো আসা, আবার কেনো যাওয়া, কি জন্য আসা? সব বিস্তারিত ধারাবাহীক ভাবে লেখা হবে ইংশাআল্লহ ।
l তো আর দেরী কেনো??
l
l
l
l
l. এই রশি বেয়ে নেমে পড়ুন
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
একমাত্র ইসলাম নামক ধর্ম গ্রন্থে রয়েছে সঠিক বিজ্ঞান ভিত্তিক উত্তর আর তা হচ্ছেঃ
এটা একটি পরিক্ষা মূলক ঘটনাঃ
একবার হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহুআলাইহিঅছাল্লামকে সত্য নবি না মিথ্যে নবি প্রমান করতে আসলো একদল বিধর্মী,
তারা প্রশ্ন করলো আপনি সত্য নবি হলে উত্তর দিন, মানুষের আত্মা কি জিনিষ
সাথে সাথে হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহুআলাইহিঅছাল্লামেরর চেহারা মোবারক লাল হয়ে গেলো, একজন ছাহাবী সাথে ছিলেন, তিনি বুঝতে পারলেন হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহুআলাইহিঅছাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে অহী নাজিল হচ্ছে,
কিছুক্ষন পর স্বাভাবিক হলেন, ও তাদের বলে দিলেন, এই মাত্র আমার উপর অহী নাজিল হলো, এবং জানিয়ে দেয়া হলো এ প্রশ্নের উত্তর আর তা হলোঃ
হে নবি, তারা আপনাকে জিজ্ঞাসা করছে আত্মা কি বস্তূ ? আপনি বলে দিন, আত্মা হলো আমাদের পালনকর্তা আল্লাহর হুকুম, আর এ সম্পর্কে তুমাদের দেয়া হয়েছে খুব কম জ্ঞান । (এরপর তারা মুছলমান হয়েছিলো)
সুতরাং এর চেয়ে বড় বৈজ্ঞানিক উত্তর আর হতে পারেনা । যার জ্ঞান আছে ও বোধ আছে সে বুঝে ও মানে, যে নির্বোধ, সে বুঝেনা ও মানেনা, স্রষ্টা বলেনঃ মানুষকি মনে করে তাকে এতো জ্ঞান বুদ্ধি দিয়ে সকল প্রানির উপর শ্রেষ্ঠত্ত্ব দিয়ে সৃষ্টি করা হয়েছে অযথাই?? যারা এটা মনে করে ও কুরআনকে মানেনা নিজের মনের খুশি মতো চলে তারা চতুশ্পদ জন্তূর চেয়েও নিকৃষ্ট,, তার মানুষ হয়ে জন্ম নেয়াটাই বিফল হয়েছে, সুতরাং যে বোধ সম্পন্ন সে চিন্তা ভাবনা করুক ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:০৬