রাস্তায় পড়ে থাকা পাথরের মূল্য
কে খুঁজবে বলো লাথি মেরে-মেরে
সেও কাদঁতে জানে অশ্রু ঝরায় নীরবে
কুড়িয়ে নাও তাকে হিরা পাথরের মত- সেও সমতুল্য
আকিক পাথরের গায়ে চুমু খেতে
মানুষের ঠোঁট কেঁপে ওঠে উৎফুল্লে
আবার কেউ বিয়ের নামে সেজে বসে থাকে
রুপি দিয়ে বাধাঁ আংটির লোভে
বলি সেও পাথর রাস্তায় পড়ে থাকা পাথরের মত
তবে কেন এত আদর আর লোভ ?
একটি রঙ্গিন পাথরের আশায়
জীবন বিলিয়ে দিতে চাও
দেয়ালের গায়ে সিমেন্টের আলিঙ্গনে
মিশে থাকা বোবা পাথরের মত।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫১