গরম চায়ের ধোঁয়া, পেয়ালায় চক্কর মারে
ধোঁয়া উঠলে সবাই দেখে; মনের জ্বালায়
দেহ পুড়ে কেউ দেখে না- তেমনি বরফের
সাথে ধোঁয়া উড়ে কেউ কি তার রহস্য খুঁজে
পাখিরা বাসা বাঁধে গাছের ডালে বৃষ্টির আগমনে
কেউ কি ভাবে ঝড়ের আঘাতে পাখি তার ঠিকানা হারাবে..
শীতের রাতে আশ্রয়ের আশায় এসেছি তোমার বুকে
ফিরিয়ে দিও না লাভ-ক্ষতি, যোগ-বিয়োগ শরীরে মেখে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫২