সারিবদ্ধ ভাবে আঠারোটি সেগুন গাছের
ছায়ায়; রোদ থেকে সরে দাঁড়িয়ে ছিলে...
গায়ের রঙ শ্যামলা হলে কি বা ক্ষতি
যাকে কামনা করেছো সেতো পাশেই
রোদ পোহাতে কি এক অদ্ভুত অনুভূতি
সামান্যতম ছায়ার আশ্রয়ে তাও হারালে
বলো কার ছায়ায় জোৎস্না রাতে
আলোর আঁচল থেকে মুখ লুকাবে
নাকি আঠারোটি তারার আলোর পরিচয়ে
তোমার লাবণ্য পৃথিবীতে ছড়াবে
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৪