বুকে চেপে রেখেছি হাজার টনেক পাথর
তার পরেও চেঁচিয়ে বলছে হৃদয়-
পক্ষাঘাত হয়ে যাবো তবুও বেঁচে থাকবো
কিছুটা স্মৃতির পরিচয়ে আজো ভালবাসবো।
প্রদ্বীপ্ত পিদিমের আলোয় খুজবো তোমাকে
কারণ তুমিই শুধু এ হৃদয়ের পতত্রি
হয়তোবা খাঁচায় আসবে না তুমি
তবুও এই আশায় রবো আমি।
সেও জানে আসবে না তুমি
অহেতুক স্বপ্ন বাষন; যার নেই বাস্তবতা
প্রদোষের শেষ প্রান্তে নিবে গেছে
পিদিম তার কষ্ট বুকে চেপে নিয়ে।
হয়তোবা কেউ হয়েছিলো পরশ্রীকাতর
নতুবা কেনো আমি হতে যাবো তার শ্রোতব্য
চাইলেও কি পারবে না সব গুছিয়ে নিতে
নাকি সব চাওয়া-পাওয়ার ইতি-
প্রানান্তপরিচ্ছেদে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৫:১৪