আজ আমি ক্লান্ত বিষম ক্লান্ত
তোমরা যা ভাবছো তা হবার নয়
আমি কোন প্রতিযোগিতায় জয় হয়ে নয়
জীবনের কাছে পরাজয় মেনে নিয়ে ক্লান্ত।
সুখের পেছনে ছুটেছি অনেক বার
তবুও ভুলে পাইনি একবার
জানি না সুখ কেনো লিখা ছিল না
কপালে আমার।
আজ অনেক দিন হলো রাত জেগে থাকা হয়
তোমরা যা ভাবছো তাও নয়
আমি কোনো রাতের প্রহরী নই
জেগে থাকি কারো অপেক্ষায়...
যদি কখনো সে ভুলে চলে আসে
আমার বাগানটায়
যদি আর কিছু নাও দিতে পারি
দিতে পারবো একটি গোলাপ তার চুলের খোঁপায়
আহ্! জেগে থাকা স্বপ্ন আমার প্রতি রাতে কাঁদায়।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২৬