উচ্চতা মাপা এত সহজ নয়
তাই তাকে চুতে! দিলাম আকাশ, হিমালয়
শুধু রাস্তার পাশের ধুলোকে মেখেছি
যেখানে জীবনের জটিলতা ফুটে ছিলো ছন্দহীন
ডাক পিয়নের ভার নিয়েছি সে সব
চিঠির মর্মকে সাক্ষী করে
বলো দোষারোপ কাকে করি
যখন মাইলের পর মাইল পায়ের নিচের সম্বল
শুধু কি অহেতুক কাঁঠালের স্বাদ পাওয়া
জীবনের একটি মূল্যবান অংশ
এভাবে দশ তেকে বিশ আর ত্রিশ হতে
চল্লিশ গজ; মাপার কাজ তারা করবে জীবনবর
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৯ সকাল ৮:২৮