প্রিয় সন্ধ্যা তারা,
যখন তোমার হৃদয় ছোঁয়,
তখনি কি তুমি মিটিমিটি জ্বলে জানান দাও
তোমার কষ্টগুলো কতটা গভীর ক্ষতে ভরা।
আমি শেষ বিকেলে বসে থাকি; সূর্য্যের লাল আভা নিভে গেলে
তোমাকে দেখবো বলে।
আর আমার কবিতারা তখন মাথা চাড়া দিয়ে উঠে,
তোমাকে জানান দিতে আমিও এই পরবাসে বসে
একাকী কেবল তোমার ছবিই আঁকি।
যখন তোমার কথা মনে পড়ে
আমি বিটোভেনের সুরের সাথে
ভেনগগের সৃষ্টি মিশিয়ে; একাকিত্বের কষ্ট ভুলি।
আমি বার্লিন প্রাচিরের কাছে যতবার গিয়েছি,
ততবারই আমি তোমার-আমার মাঝে দূরত্বের দেয়াল দেখেছি
কাল মহাকালের মত যা সম্প্রসারিত হয়েছে প্রতিমুহুর্তে।
জানো তোমার দূরত্ব ঘোচাবার চেষ্টায় আমার আকাশে
কেউ আজও আকাশি হয়নি।
তবুও বোহেমিয়ান জীবনের কাছে
আমার হৃদয়ের কোন অভিযোগ নেই।
তুমি ভালো থেকো, প্রজ্জলিত হয়ো
প্রতি সন্ধ্যায় তোমার কষ্ট জানান দিতে।
আর আমি ঠিক আগের মতই দেয়াল দূরত্ব
ঘোচাবার চেষ্টায় ধরাশায়ী হবো আমার শেষ নিশ্বাসে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৯