এসব দেখি কানার হাট বাজার
মূল: লালন শাহ
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।
পণ্ডিত কানা অহংকারে
সাধু কানা অন বিচারে
মাতব্বর কানা চোগল খোরে
আন্দাজী এক খুঁট গেড়ে
চেনে না সীমানা কার।
এক কানা কয় আর এক কানারে
চল দেখি যায় ভবপারে
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার।
এক কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।
--------------------------------------------------------------------------
রিন্কুর (Close up 1) ভার্সন শুনতে/ডাউনলোড করতে এখানে চাপুন
- রিন্কুর জোরালো গলায় গানটি অন্য মাত্রা পেয়েছে।
বাংলা ব্যান্ডের ভার্সন শুনতে/ডাউনলোড করতে এখানে চাপুন
---------------------------------------------------------------------------
মুক্ত বুদ্ধি চর্চা/প্রকাশের ক্ষেত্রে মতের অমিল থাকাটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে সামুতে যা হচ্ছে, একে কখনই সুস্থ বুদ্ধি চর্চা বলা যাবে না। কত বিচিত্র সবজান্তা মুর্খ যে আছে আমাদের আশেপাশে!
- এসব দেখি কানার হাট বাজার।
কাল উত্তীর্ণ গান বোধহয় একেই বলে।।
---------------------------------------------------------------------------
লালন শাহ - ছবি: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জন্মস্থান: ভাঁড়ারা, কুমারখালি, কুষ্টিয়া।
জন্মতারিখ: আনুমানিক ১৭৭৪-৭৫;
মৃত্যু: ছেউরিয়া, কুষ্টিয়া ১৭/১০/১৮৯০
সূত্র: লালন-সঙ্গীত, প্রথম খণ্ড, সম্পাদক: ফকির আনোয়ার হোসেন (মন্টু শাহ)
-----------------------------------------------------------------------------