কবিতা হলো শখের কাজ,
পেশা বানাতে চাইলে সর্বনাশ হয়,
মাথা নষ্টের মন্ত্র নামে কবিতারা এখন স্বাধীন,
বাতাসে ভেসে গুনগুন করে গান গায়,
কাব্যালংকারে অলংকৃতি হওয়ার জন্য বায়না ধরে।
কবিদের হাবভাব আমি বুঝি না,
আজগুবি কাজ করে বলে, আজ কবিতা লিখব।
ছন্দোদোষে দোষিত কিবতা লিখে কবিরা সফল হচ্ছে,
তবে বেশির ভাগ অভাগা, ওরা পাতে ভাত পায় না,
কবি হতে হলে প্রশান্ত হতে হয়, কবিদের পেট পিঠ নেই।
দুঃখকষ্টে ক্লিষ্ট হলে মন অতিষ্ট হয়,
সৎকর্মে স্বর্গ মিলে, অসৎরা নরকে যাবে,
কল্পনার কল্পনায় কাল্পনিক সব কল্পনা,
আঁধারের গল্প শুনলে ভয়ে কলিজা কাঁপে,
আজকাল জান ডাকলে জানরা ধমকায়।
দৃষ্টিসীমায় অনন্তাকাশে মেঘ, পরিবেশ খুব সুন্দর,
জংলায় সোনার হরিণ থাকে,
চাইলে দৌড়ে ধরা যায় না, বুঝেশুঝে পাপমোচন করা যায়,
বললেই শাপমোচন না হওয়ার কারণ মানুষের মনে দাগা লাগে।
© Mohammed Abdulhaque
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০২