ধর্মান্ধ এবং ধর্মবিদ্বেষীরা স্বয়ং ধর্মের মালিককে তুচ্ছতাচ্ছিল্য করে, ধর্মের মালিক তাদেরকে কিচ্ছু বলেন না।
এমতাবস্থায় ধার্মিকদের করণীয় কী?
যারা বাড়াবাড়ি করে ওরা বকধার্মিক।
প্রকৃত ধার্মিকরা অন্যের সাথে অন্যায় করে না।
ইদানীং কয়জন ধার্মিক ধৈর্যের সাথে নমাজ পড়ে আল্লাহর কাছে সাহয্য চায়?
মনে রাখতে হবে, প্রকৃত ক্ষমতাবানরা ক্ষমতার গুরুত্ব জানে।
শুধুমাত্র অক্ষমরা ক্ষমতার অপব্যবহার করে।
© Mohammed Abdulhaque
author and publisher
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০০