উদাম গায়ে ঘাম আর মলিন মুখখানি মাখামাখি আরো মলিন চোখ দুটো
রিক্সার প্যাডেলে পা হাপরের মতন বুকখানি করছে ওঠানামা
ন'বছরের শিশু টানছে জীবন, থমকে যেতে যেতে যেন বলছে আর পারছি না।
যাত্রী জুটি মশগুল প্রেমে, ভিন্ন পৃথিবীর বাসিন্দা ওরা
রংধনু আঁকা চোখে কেবলি খুশির ছটা, বৈরি বাতাস কি অজানা।
দর্শক আমি চায়ের কাপে ঠোঁট, সামনে জীবন্ত দ্বিমুখী জীবন
করছি উপভোগ ঠিক যেন সিনেমা।।
কবি-
২২ ফেব্রুয়ারী-২০১৬
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯