অদ্ভূত অলৌকিক আলো আধারির খেলা খেলে
আমি স্বাক্ষী সে মহেন্দ্রক্ষনের, বোবা মুগ্ধতা নিয়ে অপলক
যেন পলক ফেরালেই আর ফিরবেনা সে মায়া বাস্তবতা।
রুপালী আলো আর তীরে আছড়ে পড়া অগুনতি ঢেউ
ভিজে বালুকাবেলা, আমাদের বাউন্ডুলের দল
গভীর রাত্রির মৃদু বাতাসের ফিসফিসানি
মিলেমিশে একাকার, যন্ত্রিকতা হতে বহু ক্রোশ দূরে
যেখানে খুলেছিল স্বর্গের দুয়ার, আমরা কজন
স্বাক্ষী হতে পেরে পেয়েছিলাম জীবনের শ্রেষ্ঠ কিছুক্ষন।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০০