ঢু মেরে যান। কাজে লাগতেও পারে।
ফেসিয়াল এক্সপ্রেশন হচ্ছে মানুষের ইমোশনের বহিপ্রকাশ। এই বহিপ্রকাশ হয়ে থাকে নিশ্চুপে, কোন কথাবার্তা ছাড়াই, কেবল মুখের কয়েকটি পেশীর নড়াচড়ার মাধ্যমে।বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন সর্বপ্রথম মানুষ ও প্রানীর মধ্যে ফেসিয়াল এক্সপ্রেশনের এর অস্তিত্ব খুজে পান।
তিনি তার "The Expression of the Emotions in Man & Animals" এ বলেছিলেনঃ" বৃদ্ধ এবং তরুণ, যেকোন জাতির, প্রানী এবং মানুষ উভয়ই তাদের মনে অবস্থা একই প্রকার অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করে থাকে। এর পর Guillaume Duchene নামক একজন ফ্রেঞ্চ নিউরোফিজিওলজিস্ট ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে বিস্তর গবেষণা করেছিলেন। আধুনিক যুগে একজন আমেরিকান সাইকোলজিস্ট সিলভান টমকিন্স কিছু গবেষণা করেন। এরপর পল একম্যান(Paul Ekman) সিলভান টমকিন্স এর কাজকে রেফারেন্স হিসেবে নিয়ে গবেষণা শুরু করেন। তবে উনি মাইক্রোএক্সপ্রেশন নামে এক ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন আবিস্কার করেন। এই এক্সপ্রেশনগুলো সাধারনত খুবি স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়। প্রায় ১/১০ সেকেন্ড। উনি ডারউইনের উপরের ব্যাখ্যা যে সঠিক তা দেখান।
যাই হোক এইসব জিনিস নিয়া বেশী প্যাচাল না পেরে কাজের যায়গায় আসি।
সর্বজনীন কিছু আবেগ আছে যা জাতি, বর্ন, ধর্ম নির্বিশেষে প্রকাশ করে থাকে। এগুলো হল
১. আনন্দ
২. দুঃখ
৩. ভয়
৪. রাগ
৫. ডিজগাস্ট( এইটার ভাল বাংলা খুজে পেলাম না, তবে এইটা হচ্ছে অনেকটা কিছুটা এরকমঃ এক হিরোইঞ্চি যদি হাতে গু নিয়ে এসে বলে টাকা দে তখন গু দেখে আপনার মুখের যে ভঙ্গিটা হয় সেটা হচ্ছে ডিজগাস্ট)
৬. অবাক হওয়া
৭. ঘৃনা
৮. উৎসাহ
৯. বিরক্তি
১০. সহানুভূতি
১১. ফ্লার্টিং/ আকর্ষন
শুরু করছি আনন্দ দিয়ে,
আনন্দ এবং দুঃখ পৃথিবীর সবচেয়ে কমন আবেগ।
অধিকাংশ সময় আমরা যে হাসি দিয়ে থাকি তা হচ্ছে লোক দেখান। আপনাকে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন?? তখন আপনার উত্তরটা কি হয় ?? সাধারনত জ্বী ভাল আছি। কয়জনকে বলেছেন যে না ভাল নাই?? বসের ঝাড়ি, বাপ-মায়ের বকুনি, প্রিয় মানুষের সাথে ঝগড়া যা কিছুই ঘটুক না কেন, মোটামুটি পরিচিত এর সাথে আপনার উত্তর ঐ ভাল আছিই থাকে।
নিচের ছবিগুলো দেখুনঃ
আন্দাজ করার চেষ্টা করুন কোনটা আসল আর কোনটা নকল।
উত্তরটা পরে দিচ্ছি।
এবার এই ছবিটা দেখুনঃ
ছবিটি মাইক্রোএক্সপ্রেশন এর উদ্ভাবক পল একম্যানের ছবি।
ছবিটি ভাল করে লক্ষ্য করলে খেয়াল করবেন যে বাম পাশের ছবিতে একম্যানের চোখ ছোট হয়ে এসেছে। চোয়াল চোখের নিচের পেশীগুলোতে পরিবর্তন এসেছে। চোয়াল দুই দিকে সমানভাবে প্রশস্ত হয়ে গ্যাছে এবং টান টান হয়ে আছে। স্বভাবতই এটা একটা আসল আনন্দের হাসি।
ভালভাবেঃ
""যে হাসিটি দেখান হল তা ডুকেইন স্মাইল নামে পরিচিত। কারণ এতে চোখ এবং চোয়াল এর পেশীর সংকোচন বা প্রসারণ ঘটে।""
""পল একম্যান, ওয়ালেস ভি ফ্রিয়েসেন আর রিচার্ড জে ডেভিডসন ১৯৭৮ সালে ফেসিয়াল এক্সপ্রেশন এর জন্য কোডিং সিস্টেম ডেভেলপ করেন""
এবার এই ছবিটি দেখুনঃ
ছবিটি দেখুন ভালভাবে। খেয়াল করলে দেখবেন যে পল একম্যানের শুধুমাত্র চোয়াল প্রসারিত হয়েছে। তাও পুরোপুরি হয় নি। যে পেশীটি এ কাজে ব্যবহৃত হয়েছে তা সম্ভবত জাইগোম্যাটিকাস মেজর পেশী(ডাক্তার বা ডাক্তারী পড়ুয়া ব্লগাররা ভাল করে বলতে পারবেন)। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে এই ধরনের হাসি হচ্ছে লোক দেখানো হাসি। আরও পরিস্কারভাবে বুঝার জন্য এই হাসিটি দেখুনঃ
আপাতত আনন্দ প্রকাশের মুখভঙ্গি হাসির আরও কিছু উদাহরণ দেখুন।
আসল এবং নকল মিক্সঃ
আপাতত এই পর্বে হাসি পর্যন্তই রাখলাম। একটা বিষয় মনে রাখবেন যে মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন এর সর্বোচ্চ ৮০% আপনি সঠিকভাবে ধরতে পারবেন। আর এই পোস্ট পড়ে আশা করি কেউ প্রিয়জনের বা পরিচিতজনের হাসিতে আসল-নকল খুজতে যাবেন না।
প্রথম কারণ হচ্ছে হাসির অনেক প্রকার ধরণ আছে। সবপ্রকার আমি দেখাই নাই।
আর দ্বিতীয় কারণ হচ্ছে যে, আপনার পরিচিতজনের সম্বন্ধে আপনার অলরেডি একধরনের ধারনা হয়ে আছে। আপনি যখন তার এক্সপ্রেশন বিবেচনা করতে যাবেন তখন সেই ধারনা আপনার বিবেচনাকে প্রভাবিত করবে। ।
তবে বন্ধুগো উপ্রে চালাইবার কুন প্রবলেম নাই।
কারণ বন্ধুতো বন্ধু।
আমার এইসব জ্ঞানর্জন আমার বন্ধুদের ছাড়া সম্ভব হত না। কারণ আমার টেস্ট সাবজেক্ট ছিল তারা
হাসি আসল না নকল তা কিরকম বুঝতে পারেন পরীক্ষা করুনঃ এইখানে ক্লিকান
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১৭