প্রত্যেক মানুষ ই ভাবুক একটা মন নিয়ে বেচে থাকে। তার ভাবনার বেড়াজালে বিচিত্রসব বিষয় ঘুরপাক খায়। এই ভবনাগুলো মনের আকাশে উকি দে যখন সে একা থাকে কিংবা আনমনে সময় পার করে, অর্থাৎ অসময়ে। মানুষের এ এক অদ্ভুত অভ্যাস!
সে ধরনের অসময়ের কিছু নিজস্ব ভাবনা্ তুলে ধরলাম---------
১। অযাচিত কিছু করতে তেমন একটা আগ্রহ পায় না! তবুও মাঝে মধ্যে করতে হয়, আই মিন করতে বাধ্য হই, কিছুটা নিজেকে এটার্চ রাখার জন্য (মানে যেটা যেদিকেই যাক আমি আছিই), কিছুটা অন্যের সাথে মানিয়ে নিতে।
কিন্তু আমার আমি স্বীয় অবস্থানে থেকেই যাই, জাস্ট ঘুরেফিরে দেখি, আশেপাশে কি হচ্ছে, আর কোনটা ভুল কোনটা সঠিক সেটা যাচায় করার চেষ্টা করি। আর কিছুই না! অনেকটা এই কথাটার মত--
" Stop thinking so hard about everything, stop over analyzing. Just go, Just do. If it feels right, just go with the flow. If it feels wrong , don,t think about it anymore and walk away."
কার কথা সেটা ভুলে গেছি কিন্তু কথাটি বাস্তব জীবনে চলার উপযোগী......
২। যদি ,কিন্তু, কারন, তবে, ব্যাপার ! এই শব্দগুলোর আলাদা তেমন কোন জোর নেই! তবে এইগুলো যখন বৃহৎ কোন ঘটানার সাথে জড়িয়ে যায় তখন ঘটনাটার সাবজেক্ট এর চেয়ে ঐ যদি, কিন্তু,কারন, তবে ,ব্যাপার শব্দ গুলো ঐ ঘটনায় ইফেক্ট বেশি ফেলে! যেমন, আপনি যদি কোন ঘটনাকে একেবারে ক্লোজ করে দিতে চান ,আপনি পারবেন না! বা আপনার কষ্ট হবে। কারন আপনাকে তখন ঐ ঘটনা ক্লোজ হওয়ার পরে সাবজেক্ট এর পাশাপাশি ঐ যদি ,কিন্তু,কারন, তবে, ব্যাপার ফেক্টর গুলোর ইফেক্ট নিয়েও ভাবতে হবে। শুধু ভাবতে না ভাল ভাবেই ভাবতে হবে। মনে রাখবেন এই ছোট খাট ব্যাপার গুলোই ক্ষেত্রবিশেষে অনেক বড় আকার ধারন করে! বিশেষ করে কোন সম্পর্ক বা বন্ধনের ক্ষেত্রে। ( এই লেখাটা পরে একবন্ধু ফেসবুকে স্ট্যটাস দিয়েছিল। তার ঘনিষ্ট কাকে যেন উদ্দেশ্য করে কি বলার জন্য! )
৩। ইদানিং ধীরে ধীরে নিশাচর হয়ে যাচ্ছি! সারা রাত চেষ্টা করলেও ঘুম আসে না! তাই আর রাতে ঘুমানোর ট্রাইও করিনা! আসলে আসবে না আসলে নাই! আমার কি? আমি মন যখন যা চাই তাই করে রাত কাভার করে দি। মন ভাল থাকলে শরীর ও ভাল থাকবে, অযথা শরীরের কথা চিন্তা করে মন খারাপ করার কোন মানে হয় না! আমার প্রয়োজনে আমি মন ভাল রাখছি, আর শরীরও তার প্রয়োজনে তারটা ভাল রাখবে। এই যেমন দিনের বেলা ক্লাস আর কাজের ফাঁকে একটু সুযোগ পেলেই শরীরটা ঘুমের রাজ্যে হারিয়ে যায়! তাও তিন চার ঘন্টার কম না!
সো শুধু শুধু অকারনে দুচিন্তা করে লাভ কী? যার কাজ সেই ই করবে, আমিও স্বার্থপরের মত আমারটা আমি ঠিক রাখি!
Walt Whitman ভদ্রলোক কথাটি মন্দ বলেনি
“Keep your face always toward the sunshine - and shadows will fall behind you.”
৪। মানুষ দিনের সূর্যের আলো থেকে রাতে চাদের আলোকে বেশি পছন্দ করে। দিনের বেলায় যখন সূর্যের আলো সোজা মাথার উপর থাকে তখন আমরা বিরক্ত হই। কিন্তু রাতের বেলায় চাদ মাথার উপর থাকলে আমরা জোছনার আলোয় মুগ্ধ হয়।
অথচ সূর্যের আলোটাই রাতের বেলায় চাদে প্রতিফলিত হয়। মানুষ আসলে প্রতিফলিত জিনিস বেশি উপভোগ করে। আফসোস আসল জিনিসটার মর্মটা কি সেটা মানুষ বুঝেনা !
৫। মন খারাপ সংক্রামক ! কারো মন খারাপ শুনলেই সয়ংক্রিয়ভাবে এইটা নিয়ে ভাবতে ভাবতে কখন যে নিজের মনও খারাপ হয়ে যায় কেউ টেরই পায় না! হোক সেটা পাশাপাশি বসে থাকা কিংবা হাজার মাইল দূরে বসে থাকা কেউ। কেবল শুনলেই হল!
কিন্তু কি আশ্চ্যর্য ! কারো আনন্দের কথা বা হাসিখুশি থাকার কথা শুনলে সেটা এইভাবে মনে প্রভাব ফেলে না! মন সেটাকে স্বাভাবিক হিসেবেই গ্রহন করে।
৬। সহায়তা, যার সহজ ইংরেজি Help, দেয়া -নেয়া আপনার জীবনের জন্য ক্ষতিকর আর বিপদজনক!
কারো সহায়তা নিয়েছে? নিজেই নিজেকে কিছু অভিজ্ঞতা লাভ আর দক্ষ হওয়া থেকে বঞ্চিত করলেন। সাথে সহায়তাকারী কর্তৃক স্মরণ করে দেয়ার মত ঘৃণ্য বিষয় তো রয়েছেই।
আর কাউকে সহায়তা করেছেন? তাহলে প্রস্তুত থাকুন, অদূর ভবিষ্যৎ এ সেইই হবে আপনার শত্রু এবং সম্ভাব্য ক্ষতির কারন!
৭। হে নির্বোধ ও বায়বীয় ভাবমূর্তির ধারক -বাহকগণ নিশ্চয় নিচের উক্তি সমূহের মাঝে তোমাদের জন্য রয়েছে যথাযত জ্ঞান অর্জনের নিয়ামক -----
> বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা। ---কাজী নজরুল ইসলাম
> কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। ---প্লেটো
>নিচুশ্রেনীর লোকেরা অপরকে কষ্ট দিতে হাতিয়ার হিসেবে তাদের নিন্মমানের বাক্যকে ব্যবহার করে। --এডগার এ্যালান পো
সুতরাং, আপনার কাজ লেখা, লিখে যান। নিজেকে জাহির করা ও প্রচারণা থেকে বিরত থাকুন। প্রচারে প্রসার পন্যের জন্য প্রযোজ্য , শিল্পের জন্য নয়। ভ্রমরকে ফুলের সন্ধান দিতে হয়না, ভ্রমর ফুলকে চিনে নেয়। ( এই লেখাটা একজনের উপর খুব রাগের কারনে লেখা! নিজের কারনেই খারাপ ব্যবহার করতে পারিনি তাই এইটা দিয়ে বুঝানোর চেষ্টা করেছিলাম।)
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ১২:৪১