বিষন্ন বিকেল!
না! চাইনা আমি,
সারাক্ষণ গৌধুলি বেলার অপেক্ষায় থাকি;
কিন্তু দিনশেষে সেই বিষন্ন বিকেলের সানিধ্যেই থাকতে হয়!
বিদঘুটে সন্ধ্যা!
কখনোই আমার কাম্য নয়,
মুখরিত সাঁঝের পূজারি আমি;
তবুও সেই গাঢ় অন্ধকারের মুখোমুখি হতে হয়।
নির্ঘুম রজনী !
ক্ষনকালের জন্যও চিন্তা করতে পারিনা,
প্রতিনিয়ত নিরব তন্দ্রাচ্ছন্ন রাতের
কল্পনা করে চলছি;
তারপরও প্রতিটি রাত ঘুমহীন কাটে।
স্তব্ধ সকাল !
কখনো আশায় করিনা,
স্নিগ্ধ ভোর আমার আজন্ম আরাধনা ;
তাও সকালের স্তব্ধতা সহ্য করতে হয়।
তবে কি? আমার কল্পনাময় জীবন,
বাস্তবতায় হারিয়ে যাচ্ছে?
নাকি কঠিন বাস্তবতায় কল্পনাটাকে দূরে ঠেলে দিচ্ছে?
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৭