২০০৪ সালের এক রাতে আমার ঘুম আসতেছিলো না। এইটা কোনো ঘটনা না।
ঘটনা হইলো, কেন আসতেছিলো না?
আজাদ গ্রুপ বা অন্য কোনো কোম্পানি একটা প্রতিযোগিতার আয়োজন করছিলো। বিষয়: মা দিবস উপলক্ষে ৮ লাইনের একখান ছড়া লেখতে হইবো। চিন্তা করলাম, ওক্কে, লিখা ফেলাই একটা; চান্সে যদি কিছু টেকা-পয়সা পাওয়া যায়। তো মাথার ভিতর ছোট কৈরা একটা লাইন আইসা পরলো, “যখন তুমি থাকবে না, মা”। ঠিক করলাম, কালকে লেইখা ফেলামু।
রাত ১ টার দিকে গেলাম ঘুমাইতে; শুইয়া শুইয়া মাথার ভিতর ওই প্রথম লাইনের সাথে তাল মিলাইয়া আরো ৪/৫ টা লাইন আইসা পরলো। মগজরে যত কই “ঘুমা !”; মগজ তত ছড়া প্রডাকশনে মন দেয়। এই করতে করতে বাজলো “পৌনে ২ টা”। মেজাজ পুরা বিলা হইয়া গেলো। ছড়ার ***রে ***।
বুঝলাম, এই মস্তিস্ক-সন্তান(Brainchild) রে ডেলিভারি(?) না দেওন পর্যন্ত শান্তি নাই। শোয়া থিকা উইঠা লেখা শুরু কইরা দিলাম। লেখতে লেখতে লাইন সংখ্যা ৩৫-৪০ পার হইলো।
হঠাৎ মনে হইলো, আইচ্ছা, আমিও তো আগে মরতে পারি; বেস্ট-কেসে একসাথেও তো মরতে পারি (If...else if...else ব্লকের মতো)
সো এই ব্যপারেও তো একটা দিক-নির্দেশনা দেওয়া লাগে। নইলে কেমন একটা আধা-খ্যাচড়া ভাব থাকা যাইবো। মস্তিস্ক-সন্তান লম্বা হইতে লাগলো; আমি “নীরব-দর্শকের” মতো “লে”খতে লাগলাম
লাইন সংখ্যা ৭০ এর কোঠা ছাড়ল। ছোটখাটো কিছু এদিক সেদিক এডিট দিলাম।
ফাইনালি যখন নিজে একবার পুরাডা পরলাম, নিজের চোখেই পানি আইসা পরলো :’( । তখন ডিসিশন নিলাম, নাহ্, এই লেখা প্রতিযোগিতায় পাঠাইলে মা-রে ছোট করা হইবো। প্রতিযোগিতা বাদ।
আবার চিন্তা করলাম, আমার চোখেই পানি আইসা পরছে, মা তো অবশ্যই কান্না কাটি করবো। সো মা-রেও এখন দেখামু না। একটা অকেশন আসুক। তখন একটা সবাইরে স্পেশালি মা-রে একটা চমক দেওন যাইবো। এইজন্য কাউরেই পড়তে দিলাম না।
আমি আড়াইটা বা তিনটার দিকে ঘুম গেলাম। আর শেষ রাতে জন্ম হওয়া আমার মস্তিস্ক-সন্তান ভুমিষ্ট হওয়ার পর-পরই প্যাড এর ভিতর চাপা পড়ল
২০১০ এ একটা বিশেষ কারণে আমার সমস্ত স্থাবর-অস্থাবর কাগজ-পত্র scan করে ডিজিটাল করায় এই ছড়াটাও কম্পিউটারে চলে আসলো। জুন মাসে এইটা Google Transliterate দিয়া খুব তাড়াতাড়ি কম্পোজ কইরা ফেললাম; এই লেখাটা যখন লেখতাছি, তখনো মা-য় ছড়া দেখেনাই। ছয় বচ্ছর পাঠকের মুখ না দেখা সন্তান আমার আইজ Internet এর মুখ দেখবো
ছড়াটার লিংক এইখানে ।
ঠিক করছি, মা রে আইজ একটা প্রিন্ট করা কপি পাঠামু ।
-- কেমন সুর
-------------------------------------------------------------
কেউ যদি এইটা পইরা নিজের মা রে দিতে চান, তবে এই লিঙ্ক থিকা PDF ডাউনলোডাইয়া প্রিন্ট কইরা দিতে পারেন।