প্রথমেই বলিয়া নেই, এটা শুধুমাত্র একটা এসাম্পশন, কারণ, ট্রেন্ড এইটাই যে বাংলাদেশে পরপর দুইবার একই দল সরকার গঠন করতে পারে না। যদিও আমি মনে করি, আওয়ামী জোটই আসবে আবার ক্ষমতায় (৭৫%ই সুনিশ্চিত), শর্ত শুধু এই যদি ইনডিয়া মুখ ফিরায়ে না নেয়!
যাই হোক, বাকি থাকলো ২৫% সম্ভাবনা বিএনপি জোট পাওয়ারে আসার।
এই ২৫% সম্ভাবনাও ৫৫% হয়ে যেতে বাংলাদেশে খুব বেশি সময় লাগে না।
তাই আমরা আসেন একটা সম্ভাবনা নিয়ে কথা বলি...
নেক্সটে বিএনপি জোট পাওয়ারে আসলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কে কে পাইতে পারে এবং কার কার পাওয়া উচিত!
প্রধানমন্ত্রী = বেগম খালেদা জিয়া,
পররাস্ট্র মন্ত্রণালয়= শমসের মবিন/ওসমান ফারুক/মাহমুদুর রহমান
এলজিআরডি =মির্জা ফখরুল ইসলাম/সাদেক খোকা/রুহুল কবীর রিজভি
অর্থ= শমসের মবিন/ওসমান ফারুক
স্বরাষ্ট্র= জয়নাল আবেদীন ফারুক/ বঙ্গবীর কাদের সিদ্দিকী
তথ্য= মোসাদ্দেক আলী ফালু/রুহুল কবীর রিজভি/তাসনীম আলম (জামায়াত)
যোগাযোগ= মির্জা আব্বাস/গয়েশ্বর চন্দ্র/ব্যারিস্টার আন্দালিব পার্থ
রেল= মির্জা আব্বাস/হান্নান শাহ/ব্যারিস্টার আন্দালিব পার্থ
বাণিজ্য= এম কে আনোয়ার/আমীর খসরু মাহমুদ
স্বাস্থ্য= ড্যাব নেতা জাহিদ হোসেন
আইন, বিচার ও সংসদ= ব্যারিস্টার মওদুদ
সমাজকল্যান= মির্জা আব্বাস//কল্যাণ পার্টির চেয়ারম্যান ইব্রাহিম
কৃষি= এম কে আনোয়ার/
শিল্প= আমীর খসরু মাহমুদ/আব্দুল্লাহ আল নোমান
জ্বালানি= মাহমুদুর রহমান
শিক্ষা= ওসমান ফারুক/আ.ন.ম এহসানুল হক মিলন
এরা কী আমাদের দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবেন?
এরা কী পারবেন এই আওয়াম গভর্ণমেন্টের মতোন ভুল না করতে?
এবারে, আপনাদের মতামতটাও জানাতে পারেন।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৯