করলামটা কি সারাদিনে! সকালে ঘুম থিকা উঠলাম।
ব্রেকফাস্ট করলাম। গরীবী খাওয়া।
তিনডা তেলে কড়া ভাজা পরোটা আর গরুর দুধের চা এক মগ।
পরোটা আর্ধেক কইরা ছিড়া ছিড়া গরোম চায়ে ডুবায়া চুবায়া খাওয়ার যেই মজা!
দুধ দুধ গন্ধের চায়ের রস যখন গলার টাগড়া দিয়া বায়া বায়া নামে তখন মনে অয় জিবলা আর কলিজা দিয়া খাওনের সুখ অনুভভ কর্তাছি। খাওন শেশ।
অখন বাজারে যাওন লাগবো।
ব্যাগ লয়া বাজারে গেলাম। পেরথমেই গেলাম মাছবাযারে। ছুডো ছুডো বাইং মাছ কিনলাম ৩০০/- টেকা কেজি।
পুইশাক এককেজি ২০/- টেকা।
সবুজ মাঝারি সাইজের ডাটা ২০/-টেকা মুঠা।
কালিজিরা নিলাম ভর্তা খাওয়ার লিগা ১০০গ্রাম ২০/-টেকা।
মিষ্টি আলু নিলাম ১ কেজি ২০/-টেকা।
বিলাতি ধইন্যাপাতা নিলাম ১০০গ্রাম ১৫/-টেকা।
সাগর কলা নিলাম (হিটে পাকানো) ১ ডজন ৪৫/-টেকা।
বাসার দিকে হাটা দিলাম বাজারের ব্যাগ লয়া; পথে ৫টা বেনসুন নিলাম ৩৫/-টেকা।
বাসায় আয়া হাতমুখ ধুইয়া টিভিতে সিনামা হইতাচে দি এ টিম। দেখলাম।
পরে বউয়ের রান্নাবান্না শেষ হইলো।
এরপর ২৫+ (........ ) ।
পরে স্নান। নামাজ।
পরে খাওন অবে শুরু, 'দি লাঞ্চিওন'!
পুইশাক + আধা থালা ভাত।
মিষ্টিআলু,বরবটি,চ্যাপাশুটকি দিয়া একটা অসাধারণ মেনু দিয়া আরো আধা থালা ভাত।
গতকাইলের আনা কাচকি মাছ দিয়া ছুটো ছুটো কুচি কুচি করে লাল আলুর একটা ভাজি।
বাইংমাছের ভুনা দিয়া আরো একথালা।
আহ আলহামদুলিল্লাহ। ফিনিশড। এর্পর, ভাতঘুম।
বিকালে, পিসির ইন্টারনাল টিভি কার্ডটা সমস্যা করতাচিলো। চিপিউ খুইলা ফু-টু দিয়া ধুলা পরিষ্কার কর্লাম। টিভি আসলু! যাইক, পরে বিকালে চা খায়া ছাদে কয়েক পাক রাউন্ড দিয়া বাইরে গেলাম ঘুড়তে।
ঘুড়তে গিয়া আড্ডাবাজি, পরচর্চা, সর্কারের সমালুচনা, আম্রিকার সমালুচানা, বিন্পির সমালুচানা কইরলাম বাংলালিংকের কাষ্টমারকেয়ারের এক পুলার লগে।
পরে চা খাইলাম সংগে বংগজের সলটেড বিস্কুট, বেনসুন।
পরে হাটতে হাটতে বাসায় ফিরলাম বাদাম খাইতে খাইতে।
আসার সুমায় ২কেজি তীর আটা কিনলাম।
একটা আইসকুল পাউডার নিলাম ৪৫/-টেকা দিয়া।
এখনে বাসায় বলোগ লিখতাচি। আর ইন্টারনাল টিভি কার্ডে খেলা ডেকটাচি।
কিছুক্কণ পরেই, ডিনার খামু।
দুয়া কর্বেন। আমি সুখেই আছি।
হেপ্পি ব্লগিং