ঢাকা ভার্সিটির সমাবর্তন জিল্লুর কাহিনী!!
জিল্লুর কয়, ঢাকা ভার্সিটি নাকি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হইছে!
হাসতে হাসতে মইরা গেলামরে!!!!
-----------------------------------------------
এই মহান পাবলিক ভার্সিটির সমাবর্তন কান্ড নিয়া আরো কিছু নিউজ দেখেন !
--------------------------------------------------
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন গাউন ও উপহার বিতরণে বিশৃঙ্খলা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | তারিখ: ২৯-০৩-২০১২
৩১ মার্চ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধিত স্নাতক ডিগ্রিধারীদের কেউ কেউ গাউন ও উপহারসামগ্রী নিতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছেন। ... লাইন ভেঙে কিছু শিক্ষার্থী উপহারের একটি থলের বদলে একাধিক থলে নিয়ে যান। এ সময় কয়েকজন ছাত্রী লাঞ্ছনার শিকার হন। শিক্ষার্থীদের ধাক্কাধাক্কিতে আহত হন বেশ কিছু শিক্ষার্থী। অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন ছাত্রী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও উপাচার্য ঘটনাস্থলে যান। দুপুর দুইটার দিকে তাঁরা উপহারসামগ্রী বিতরণ বন্ধের নির্দেশ দেন। উপাচার্য শিক্ষার্থীদের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে বলেন, ‘তোমাদের আমরা এ-ই শিখিয়েছি, এই শিক্ষা দিয়েছি?’
সমাবর্তনের জন্য গাউন ও উপহারসামগ্রী নিতে আসা সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল থেকেই টিএসসিতে সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হন। শিক্ষার্থীদের লাইন টিএসসি এলাকা ছাড়িয়ে বিএনসিসি ভবনের সামনে পর্যন্ত চলে যায়। এ সময় কর্তৃপক্ষ হঠাৎ করেই টিএসসির মূল ফটক বন্ধ করে দেয়। লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা তখন দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় লাইন ভেঙে যে যাঁর মতো ওই কক্ষে ঢুকে উপহারসামগ্রী নিয়ে বেরিয়ে যান। প্রতি শিক্ষার্থীর জন্য উপহারসামগ্রীর একটি থলে নির্ধারিত থাকলেও একেকজন একাধিক থলে নিয়ে যান। ... উল্লেখ্য, উপহারসামগ্রীতে ছিল একটি করে মগ, কলমদানি, ছেলেদের জন্য টাই এবং মেয়েদের জন্য হাতব্যাগ।
.... যে ঘটনা ঘটেছে তা নৈতিক অবক্ষয় ছাড়া কিছু নয়। ...
লিংক=
Click This Link
--------------------------------------
ঢাবি সমাবর্তন
যাদের জন্য উপহার, লুটেও তারা
ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের গাউন, হ্যাট ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণের সময় চরম বিশৃঙ্খলা ঘটিয়েছেন অংশগ্রহণে আগ্রহী স্নাতকরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিশৃঙ্খলার এক পর্যায়ে অপেক্ষমান স্নাতকরা লাইন ভেঙে উপহার সামগ্রী ‘লুট’ শুরু করলে কর্তৃপক্ষ উপহার বিতরণ বন্ধ করে দিতে বাধ্য হয়।
...মূল অনুষ্ঠান সামনে রেখে বুধবার সকাল ১০টা থেকে সমাবর্তনের গাউন, হ্যাট ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ শুরুর কথা থাকলেও সকাল সাড়ে ৭টার মধ্যে কয়েক হাজার স্নাতক টিএসসির সামনে লাইনে দাঁড়িয়ে যান।...এক পর্যায়ে কয়েকজন লাইন ভেঙে বেরিয়ে এসে বিতরণের জন্য রাখা ব্যাগ, মগসহ অন্যান্য উপহার সামগ্রী লুট শুরু করে।...উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ সময় দোষী স্নাতকদের কড়া ভাষায় তিরস্কার করেন। তিনি বলেন, “আমরা তোমাদের এই শিক্ষা দিয়েছি?” ...
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৫০ ঘ.
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১২ দুপুর ১:৫১