সকাল থিকা বইসা বইসা এমবিএ'র এসাইনমেন্ট বানাইটাসি, আর খাইতাছি খাসির মাংসের কাবাব। বোঝেনইতো ছুটিড় দিন! ...
চারকি আর এমবিএ দুইডা করতে করতে জেবন কয়লা হয়া গেলো।
টেকা পইসাও জলের মতোন খরচা হইতাছে।
কী আর করার আচে, কমপিটিসুনের যুগ। চারকিতে ঊননোতি করতে গেলে নাকি এমবিএ নাগে। গেলাম এক পেরাইবেটে ভতি হয়া।
বাট হইলেই কী! সব পাবলিকের স্যারেরা পড়ান। বি+, এ-, এ এর ধাক্কায় রেসাল্ট ভয়াভহ ডিকে যাইবার লাগছে।
যাই হইক, সকাল বেলায় শুকনা রুটি তিন খান আর ডাইল ভুনা বানায়া দিলো বউ। খায়া লিলাম। বউ খায় পরুটা। পরুটা বানাইলে আমিও নিলাম একটা চায়া। দুধ-চাতে চুবায়া চুবায়া পরুটা খাইলাম।
এহনে খাসির কাবাব বানায়া দিলো, চিবাইতাচি
আর এসাইনমেন্ত টাইপ করতাচি গুগলাইয়া, মুগলাইয়া।
হগ্গলতেরে স্বাধীন শুভেচ্ছা।
দেশি খান। দেশি পিন্দেন। দেশি মাইয়া বিয়া কইরা সুখে থাহেন। সেলাম। (কিমা)