ভাল থাকার পদ্য
মাঝে মাঝে তোমাকে মনে পড়ে, এছাড়া ভালই আছি
বিকেলের আকাশমুখী একরাশ দীর্ঘশ্বাস নিয়ে ভাল আছি।
তুমিহারা অন্ধকার রাত জানে
তোমার চেপে ধরা এই দুটি হাত জানে
হাতের দশটি আঙ্গুল জানে- ভাল আছি।
চোখের দুটি কোণ জানে ও কিছু নয় ধুলোবালি !
ব্যাথা ব্যথা বুক জানে সবই ঠিক হয়ে যায় পরশু অথবা কালই।
সময়ঘাতক স্বপ্ন জানে কিছুই ফিরে আসে না
তুমিও ভাল থাকবে , আমিও আছি।
ব্যাকুল দৃষ্টি জানে তার অসিমতা জুড়ে কি ভয়াবহ শূন্যতা
বাহাত্তরটি হার্টবিট জানে এই হৃদয়ে জমে আছে কি অসহ্য স্থবিরতা !
এইসব ভাল থাকার খবর জেনে গেছে তোমার না দেয়া "গুড মর্নিং কল"
ভাল থাকার খবর জেনে গেছে লেইট নাইট মন খারাপের দল।
আমার বিপথগামী আগামি জানে, জেগে থাকা শেষ রাত্রি জানে
বেকার মুঠোফোন জানে, শতকোটি নিউরন জানে- ভাল আছি।
তুমি শুধু জানলে না কতোখানি মরে গেছি !
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৩৬