(১)
সিলিং এ ঝুলছে রূপবতী লাশ
মহাশূণ্যের মত একা
শহরে আজও বৃষ্টি হবে না তাই
কাঁচপোকাদের নেই দেখা।
জলজ ঘ্রানের নুন অনেকটা প্রাচীন
খোলসের মত আছে পড়ে
করোটির ভেতরে জমাট অন্ধকার
অক্ষরগুলো শুধু ওড়ে!
...."পাথুরে দেবী"
(২)
কুমারী উত্তর দাও তুমি
যে বাক্য অশ্রুত অন্ধকার
আমার হৃদয় প্রবল ঝোঁকে
চাপ দেয় তোমার হৃদয়ে
যদি কখনো দেখি
রুপান্তরে তোমার অস্থিরতা…
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাস...
.... "কুমারী"
(৩)
এখনও এখানে নীরবে দাড়িয়ে
অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে
কিছু মাতাল হাওয়ার দল
শুনে ঝোড়ো সময়ের গান
এখানেই শুরু হোক রোজকার রূপকথা।
কিছু বিষাদ্গ্রস্থ দিন ছিল প্রেমিকার চোখে জমা
আলো নেই, রোদ নেই,কিছু বিপন্ন বিস্ময়....
...."নির্বান"
(৪)
আকাশ মেঘে ঢাকা
ঢেকে যায় সব রোদ
ছায়া ছায়া অন্ধকারে
উড়ে যায় সব বোধ
আকাশ মেঘে ঢাকা
উড়ে যায় বিষণ্ন পাখি
আমি একা জেগে থাকি
অন্ধকারের গান
উড়ায় না অভিমান
আমরা তবু জেগে থাকি
উড়ে যায় বিষণ্ন পাখ।
....."আকাশ মেঘে ঢাকা"
(৫)
কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক
কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো
ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পার
ভুলে যেতে পার চাইলেই বারবার
তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে
ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে।
...."শহরবন্দী"
(৬)
মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন
আমার সারা গায়ে
তোমার শহরের ধূলো মেখে
চলছি বিপুল অন্ধকারে
......"রঙ্গীন ফেরেশতা"
মেঘদল !
একেকটা গান- একেকটা দগ্ধ দীর্ঘশ্বাস
একেকটা হৃদয় পোড়া উপন্যাস..
আমার আশ্রয়... ভাললাগা... ভালবাসা। আজ সাত আঁট বৎসরের সেই ভালবাসা এতোটুকুও কমেনি। বরং দিনে দিনে তীব্র হতে তীব্রতর হচ্ছে।
প্রিয় মেঘদল তোমাদের নতুন এ্যালবামের প্রতীক্ষাই জ্বলছি।