খবরটা পরে মেজাজ খারাপ হয়ে গেল-
WHO এর তথ্য অনুসারে, "প্রতি বছর বিশ্বে প্রায় ছয় লাখ মানুষ মারা যায় পরোক্ষ ধূমপানের কারণে।"
# আপনি সিগারেট খাবেন সেটা আপনার সুখ। আরেকজনের কাছে এসে কেন ধোঁয়া উড়াবেন?
# আপনি ধূমপান করেন সেটা আপনার সমস্যা। আরেকজনের কেন উঠে যেতে হবে?
# সমাজে কিছু নন-স্মোকার নারীকে দেখি পুরুষের স্মোকিং-এ "কুলনেস" খুঁজে পাই। এরা হয়তো ধর্ষনেও ভালবাসা খুঁজে পাই। কে জানে !
প্রিয় নারী, তুমি জানো তোমার জীবনসঙ্গি ধূমপায়ী হলে সেটা তোমার জন্য কতখানি আনহেলদি?
কেউ ধূমপান করতেই পারে, সেটা তার ব্যাপার। সেটা কেন পাবলিক প্লেসে? আপনার একটু দাম্ভিকতা, খানিকটা অসচেতনতা আরেকজনের মৃত্যুর কারন। আপনি কি এই হত্যার দায় এড়াতে পারেন?