Amore Mio!
জেনো এই রাতের উষ্ণতা আর ঊষার ক্রান্তীয়
আবদ্ধতা।
আমি তোমার শহরে আর ফিরব না।
দীর্ঘকালীন ছুটি নিয়েছি প্রেম থেকে।
সুখের হিমালয় ডিঙ্গিয়ে নীলাভ মোহনায় অন্য কোথাও...
কোথায় সেথায়...বাজে সে রাগিণী সুর?
সে সুর বারবার আলাদা টানছে আমায় তোমার থেকে
এ নির্মম সুরকে ভালোবাসার ডানায় বেঁধে ফেলে
হারানো সুখে উড়াবো অন্তহীন মেঘে,সাদা হয়ে ভাসুক!
Amore Mio
আসো আর কখনোই একসাথে হবার বাসনা যেন না জাগাই:
মুমূর্ষু সেতারের সুরে আন্দোলিত উদ্ধৃতি
চোখে করে হারাই।
আর ফিরব না তোমার কাছে
তুমি ফিরবে না আমার কাছে
যাত্রা উত্তাল মাতাল হয়ে কানে বাজুক
আর ফিরব না...আর ফিরব না...
Amore Mio!
এই দশকের দুর্ভিক্ষের দিকে তাকাও
আমার চোখের দিকে তাকাও
আর তাকাও তুমি ফুঁটে ওঠা চালের দিকে; রান্নার জন্য ফুটছে চিরকাল!
এই ক্ষুধার্ত চোখের মাঝে লুকিয়ে থাকা মরনাস্ত্র কে দেখ তুমি!
চাইলে ত সেই কবে আঘাত হানতে পারতাম তোমার ওই হালকা গোলাপি ঠোঁটে!
Amore Mio!
এসো শ্যাষবারের মত গণতন্ত্রকে উৎসর্গ করে
পান করি দুই পেয়ালা মদ:
তোমার যিশুকে দাফন করাবো যে তাই!
কসম এই চেনা জগতের আউলিয়া আমি
মায়ায় জেগে চিন্তা করি;
ইশ্বরের সন্তান নয় যিশু!
বস্তুত তিনি তোমার আমার মত চির একা!
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:৩৮