যদি ডাক আসে- ফিরে যাই,
ফেলে রেখে যাই- সব।
শুন্য আকাশ,নিঃসঙ্গ উপত্যকায়
কোথায় খুঁজবে আমায়?
কতগুলি প্রজাপতি- হয়তো হারাবে পথ,
একদল পাখি হারাবে ঠিকানা,
বিরান সে পথে বৃষ্টির হাহাকার-
কোথায় খুঁজবে তুমি- তৃষ্ণার জল?
উদাসী হাওয়া, মুছে দিবে কান্নার রঙ,
অলস বিকেল হারাবে গোধূলির শিখা।
নিবিড় রাতের ক্লান্ত নিস্তব্ধতা
আমাবস্যার অন্ধকারে ফিরে যাবে,
কোথায় খুঁজবে- আলোর ঝর্ণাধারা?
শোক ফুরালে- আলোর ভোরে জাগবে পৃথিবী,
নিঃসঙ্গ আকাশ ফিরে পাবে জোসনার ছায়া।
বসন্ত বাতাসে উড়বে জোনাকির মায়া,
নতুন ঘাস উড়াবে স্নিগ্ধ সুখ।
তখন- পড়বে কি মনে, খুঁজবে কি আমায়?
একদিন আমিও ছিলাম- এমনই মাতাল হাওয়ায়......!
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭