স্বপ্নের স্মৃতি গুলো,বাস্তব ভোরে
কড়া নেড়েছিল তারা,অতলের ডোরে,
কপাট খুলেই দেখি,মোহের ঝলক
দৃষ্টিরা থেমে থাকে-এক অপলক !
সেটা ছিল চোরাবালি-ভুল সৈকত
পায়ে পায়ে জুড়েছিল,বিনাশের পথ!
সে সবই বুঝেছিল করে অনুভব,
সেখানেই ঢেলে দিলো-হৃদয়ের সব।
কৃষ্ণের বাঁশি আর সুর রাধিকার-
আবেগের স্রোত ছিল-ঢেউছিল তার,
সেই সুর ছুঁয়েছিল-হৃদয়ের তল,
মিটে তার তৃষ্ণা-পিপাসার জল।
একদিন সেই তীরে গাঙচিল হয়ে-
আশাগুলো ডানা মেলে,আকাশের গায়ে,
হয়তো অনেক ভুলে-গোলাপ-বকুল
অবহেলা হয়ে ঝরে বেদনার কুল।
একদিন সে আঁধার,ভোর খুঁজেছিল
সকালের আলো এসে,ঘুম ভেঙ্গেগেল,
জেগে দেখে পড়েছিল-একা শয্যায়
সেটা ছিল ঘুমঘোর-বুঝে মজ্জায়!!!
পুনঃ
ছবি-নেট থেকে,লিখাটি ব্লগের দশম বর্ষপুর্তি এবং সপ্তম বাংলা ব্লগ দিবসের বিশেষ আয়োজনের উদ্দেশ্যে প্রেরিত...।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২