তুখোড় দিনের প্রতিশ্রুতি যদি আবেগতাড়িত করে
প্রিয় নদী,প্রিয় মুখ যদি ঢেউ তুলে অতল জঠরে,
ঘুম ভাঙ্গা ফাগুনে ফিরে যাওয়া গোধূলী,
আদুরে সুবর্ণখালী, বখাটে ঝিনাই আর আহ্লাদে ফয়েজের মোড়
যদি ছায়া হয়ে ফিরে আসে এ আঁধার আঙিনায় ;
ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো-
ভোরের কুয়াশায়।
খসখসে বাস্তব,শ্রান্ত ঘাম-জলে ভিজে যাওয়া ইচ্ছা,
মেঘলা মনের ডানায় না ফেরা ঠিকানার চাওয়া,
কিংবা অনেক হেঁটেও না পাওয়া পথ-
যদি রঙধনু এঁকে দেয় শ্রাবনের আকাশ।
কসম চান্দাদিঘী,সদ্য বিধবা বটতলা-
আজন্ম সমান্তরাল বয়ে চলা,ওহে রেললাইন!
ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো,
স্মৃতির আঙিনায়।
ধুলো জমা রাজপথে ভুল করা শপথ!
আত্মার ফুঁৎকারে হিংসার মরিচগুড়ো,
প্রতিশোধের টিয়ার,বারুদের গন্ধ,অথবা
দ্রোহের চিৎকারে যদি গর্জে উঠে প্রান্তর,শ্লোগানে প্লাবনে
ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো,
মিছিলের সীমানায়।
ভুল ফুল বুননে-জোনাক মালা স্বপ্নের আকুতি,
দুপুর না হতেই,সন্ধ্যার আঁধারে ঝরে যাওয়া গোধূলি বিকেল
তার আঁতুড়ঘরে পুড়ে মরা বেঁচে থাকা-
কান্নার রঙে ধুয়ে যাওয়া প্রেম,
যদি আলো হাতে ফিরে আসে,এ আকাশ আঙিনায়।
ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো-
শোকের মিছিল নয়,দ্রোহের প্রলয় মশালে
সে আলোর দ্রোহে,নিষ্পাপ আকুতির কলিজার মতো
প্রনয়ের নৈবদ্যে মুগ্ধতায়,
অবেলার গোধূলি-আর তার ফিরে যাওয়া জোছনায়...!!!
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫