গ্রীষ্মতে আজ রোদ উঠেনা
বর্ষাতে নেই ঝড়;
মজনু মেকানিকই হলো
শায়মা আপুর বর।
মিছে নয় এক ছিটে
কেটে কই কিরে হে;
কি হয়েছে,কবে কোথা
কবো সবি ধীরে হে।
বেশিদিন আগে নয়
বিয়ে হলো লাস্ট জুনে;
আপাতত এই জেনো
আছে তারা হানিমুনে।
হয়েছে হঠাতি সব
ভারি তাড়াহুড়োতে;
বিয়েই যে হয়ে যাবে
ভাবিনি তা শুরুতে।
সামুর আমিই স্রেফ
জানি সব প্রথমে;
ঘটনাটি শুরু হয়
এ বছর গত মে।
স্কুল হতে ফিরছিলো
ছুটি হলে রিক্সায়;
বেভুলে ওড়না তার
চাক্কাতে চিপসায়।
দ্যাখোতো কি কেয়ামত
যায় গলে প্যাঁচিয়ে;
বাঁচাও বাঁচাও কয়ে
পাড়া তুলে চেঁচিয়ে।
রিক্সাওয়ালাটা বোকা
খেয়ে গেলো থতমত;
মাথায়ই এলোনা তার
করবে কি প্রথমত?
গলায় বাড়ছে ফাঁস
আপু গেলো নেতিয়ে;
পাবলিক জমে গেলো
ব্যপার না খতিয়ে।
'হেট' 'হেট' সরে যা রে
ছুটে এলো নায়কে;
কেঁচিতে উড়না কেটে
ঝুঁকে ক'লো 'হাই' 'ওকে'?
মিটমিটে খুলে চোখ
আপু চা'য় ধীরেতে;
বুকে বাজে রিনরিন
মন কাঁড়ে বীরেতে।
কে এ্যাই গো হ্যান্ডসাম
বাঁচিয়েছে জানটা;
ক্ষনিকেই জিতে নিলো
নায়কের স্থানটা।
আদতে সে হিরো ছিলো
গ্যারেজের মেকানিক;
গুনে পাড়া মাতোয়ারা
সাগরেদই শ'খানিক।
কেটে যায় দিন তার
রিক্সার মেরামতে;
হাত যশে মারহাবা
সবে খোশ কেরামতে।
সে যাগগে,আপু ক'লো
কেগো তুমি প্রিয় হে?
মন-প্রাণ নিলে জিতে
ভালোবাসা নিও হে।
বরফও গলবে অতে
সেতো অতি নস্যি;
ফেরাবে সাধ্য কি হে
হয়ে গেলো বশ্যি।
আবেগে কাঁপিয়ে কয়
মোর নাম মজনু;
আজ হতে কোরবান
তোমারেই ভজনু।
মুখোমুখি চোখাচোখি
বাজে 'তা তা ধিন তা';
ভর দুপুরেই লোকে
দেখে রোডে সিনটা।
ছি ছি তোবা যা হলোনা
পারবোনা কইতে;
সে 'সিন' দেখেছি স্রেফ
বড়দেরি বইতে!!
এভাবেই ইতিহাসে
নিলো এক নয়া বাঁক;
চুটিয়ে করেছে প্রেম
না ছিলোনা রাখঢাক।
কি গরীব কি ধনীর
যায় ঘুচে ব্যবধান;
এ জুটির প্রেম পেলো
ইতিহাসে স্থান।
এভাবে গড়িয়ে বেলা
পরিনতি বিয়েতে;
ছিমছাম পার্টিতেও
দেয় বুফে ফ্রি'য়েতে।
গড়েছে দু'জনা মিলে
অমর এক প্রেমাধার;
জুটি আহা মধু মধু
মেড ফর ইচ আদার।
ঘটনা রয়েছে চাপা
হবে ফাঁস দেরিতে;
কাটুক না খন কিছু
ভালোবাসা পিরিতে।
আমি বাপু ভুটভাট
পেটে কথা রয় না;
যত'খন না কবো তা
প্রাণে চাপ সয়না।
কয়েই দিনু যাহ শেষে
যা ঘটেছে ফিসফাস;
আপুরে কবেনা কেউ
এই মোর বিশ্বাস।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫০