মনের গোপন কথা
মোর ঘাড়ে চাপিয়ে;
কতশত মিছে কথা
ফেবুয় দিলে ছাপিয়ে।
শায়মার প্রতি তুমি
কতটা যে উইক;
যে কেউই বুঝে ফেলে
নিমিষে তা কুইক।
স্কুল গেটে প্রায় রোজই
যেতে তুমি লুকিয়ে;
পলক দেখার সাধে
দেয়ালে চড়ে উঁকিয়ে।
কম কি খেয়েছ তুমি
দাড়োয়ানী ডান্ডা?
পায়ে বা কানেতে ধরে
বাঁচিয়েছো জানডা।
এ সেদিনও ব্লেডে পোচে
চিঠি লিখে রক্তে;
খালুজীর কাছে খেলে
সে কি মার শক্তে।
হয়নি লেজটি সোজা
ছাড়োনিকো হাল;
আপুনির মন পেতে
এঁটে কত চাল।
হিপহপ হিরো সেজে
রাস্তার মোড়ে;
তারে দেখে শীষ দিতে
সিনেমার সুরে।
বিরক্ত হয়ে আপু
দিলো ইয়া চড়;
এক চড়ে তিনদিন
ছিলো কালা জ্বর।
ছাড়োনি হালটি তবু
ফোনে দিতে মিসকল;
ব্যাক কলে কাঁদো স্বরে
করতে কত না ছল।
তুমি ছাড়া বাঁচবোনা
তুমি জান,তুমি প্রাণ;
তোমার সর্দি কফেও
পাই গোলাপেরি ঘ্রাণ।
অতিষ্ট হয়ে আপু
কোর্টে করে মামলা;
একদিন মাঝরাতে
র্যাব করে হামলা।
জেলে ছিলে ছয়মাস
ইভটিজ ধারাতে;
মুখে নিয়ে চুনকালি
থাকলেনা পাড়াতে।
সেই ফাঁকে ছয়মাসে
কাহিনী করিয়া;
আপুনিটা ভালোবেসে
কালুরে করে বিয়া।
যেই শোন কাল্লুরে
নিয়া আপু ভাগসে;
সইলোনা সেই ট্রমা
ডুবে গেলে ড্রাগসে।
গাঁজা গুটি ইয়াবা
কখনোবা ডাইলে;
পড়ে ছিলে রেল লাইন
কিবা ক্ষেতে আইলে।
থাক বাপু খালি খালি
বাড়াবোনা কাহিনী;
ঘাটালে,তাই তা কনু
বলতে তা চাহিনি।
কাক যথা চোখ বুজে
ভাবো সবে অন্ধ;
বুজে চোখ প্রলয় কি
হয় কভু বন্ধ?
সামুর সকলে জানে
তুমি ভারি মিনসে;
মাইয়াগো দেখলেই
যাও পুরো চিমসে।
ফের কভু আর যদি
এ শর্মারে ঘাটালে;
জানবে নিজের মাথা
নিজেই মেরে ফাটালে।
সব আপুরে নিয়ে তোমা
আছে মনে সুড়সুড়ি;
মোর কাছে ধরা তুমি
কয়ে দিনু সরাসরি।
জানা জুন রিকি বীথি
রুহী সুমি ছবি;
তোমার পেটের কথা
কয়ে দিমু সবি।
(বহুদিন পরে আজ
সামুয় এলুম ফিরে;
যাবো কোথা বলো শুনি
ডেরাতো এই তীরে।)
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৭