জয় ভৃগু নমঃ ভৃগু
জয় রাজ গোষ্ঠি;
ভজনে পূজনে তব
মোর যত তুষ্টি।
জয় হোক রাণীমার
জেনো মোরে মিত্র;
যা দেখেছি এ ক'দিনে
লিখি তারি চিত্র।
গুলশান-শোলাকিয়া
অতঃপর নিস;
ফাঁসে একা ডাকতার
ব্যান খায় পিস।
কল্যাণে রাতভর
ভর করে অশনি;
চতুর শেয়াল যথা
নিজেদের দোষনি।
নটনটি,দেখি হায়
প্রায় রাজ ভাতিজা!!
চেপে যাও,দোষ দাও
যবনের নতিজা।
মারো ধরো যবনেরে
ধ্বসে দাও ম্লেচ্ছ;
রৌরব নরকেরি
কীট অতি তুচ্ছ।
নেড়ে মাথা দেঁড়ে সব
করে যত যন্ত্রনা;
অর্ডার আছে খতমের
''প্রতিবেশী মন্ত্রনা''।
এলো ''ইষ্ট ইন্ডিয়া''
''ফোর্ট'' হবে রামপাল;
কুমির পোষার শখ
আনাবে তা কেটে খাল।
চাষা-পোষা,কামলারা
হেঁড়ে করে অভিযোগ;
''বন'' নিয়ে চেঁচামেঁচি
গরীবের ''ঘোড়া রোগ''।
''সুন্দরে'' আছে কি বা?
ঝোপ-ঝাড়,জঙ্গল;
কেটে সাফ,গড়ে ''কল''
পাওয়ারেই মঙ্গল।
''বাঘ'' দিয়ে করবি কি?
দেখলেই কামড়ায়;
মরে গেলে পাবি বেচে
লাখ ট্যাকা চামড়ায়।
মুর্খের দল যত
উন্নতি বুঝেনা;
রাজ দরবারী কামে
লাভ কভু খুঁজেনা।
আকাশে বাতাসে দেখি
উড়াল মারে সাঁকো;
খরচা যোগানে ধরে
জনগন গলে চাকু।
শতকোটি ব্যয় করে
বিল দেয় হাজারে;
যত খুশি গড়ো সাঁকো
আহা কত মজারে।
গ্যাস-পানি,বিদ্যূতে
আরো বাড়ে রাজকর;
ক্যামনে তা দিমু ক'লে
ধমকে কয় 'কাজ কর'।
না-শোকরি প্রজা সব
শ্বাসে আছে খাজনা?
তাও নাই শোকরিয়া!!
বাজা সুখে বাজনা।
মাল বাবু,মাল বাবু
দিয়োনাকো আর ছাড়;
শ্বাসেতে বসিয়ে ট্যাক্স
ভরো রাজ কোষাগার।
চাষা-পোষা,চামারেরে
দিতে নেই সুবিধা;
ভালো কথা ক'লে সদা
করবেই দুবিধা।
গোঁয়ারেরে ধরে ধরে
ভরো সব খোঁয়ারে;
দেশ আজ ভেসে যায়
উন্নতির জোয়ারে।
জয় হোক রাণীমার
মহাজোট সরকার;
দেশরে এগিয়ে নিতে
তাহাদেরি দরকার।
প্রজাদের ক্যাঁচক্যাঁচে
কান কভু দিতে নাই;
আজ স্রেফ এটুকুনি
সায়োনারা বাই বাই।
অতি গোপনীয় অ:ট:
'চিত'র আগে আলো কিবা
'চিত'র আগে নির্বা;
সপ্রতাপে রাজ করে
দরবেশ পীর বা।
পাইনে ভেবে কি করে
করি হ্যাগো তুষ্ট;
ক্যান সে যে মোর পরে
অযথাই রুষ্ঠ।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২২