করেন যা মন খুশী
তাকাবেনা ডানে বাঁয়;
সামুর এক মহারথী
বোকা মানুষ বলতে চায়।
ভ্রমন ব্লগেই তার
যেনো সব ঝোঁকটা;
বড় বেশী প্রিয় মোর
আজব ঐ লোকটা।
নেশাই ভ্রমন তার
সারা'খনি মাতলামি;
নয় কারো আগে পিছে
করেনা সে আঁতলামী।
আজ হেথা,কাল সেথা
চষে সারা দুনিয়া;
পাহাড়,সাগর,নদী
পোষ্ট নাই কি নিয়া?
ছুটে চলে অবিরত
দূরে পথে প্রান্তরে;
ভ্রমনে বিরামহীন
হয়না সে ক্লান্তরে।
যাই দেখে,ক্লিক ক্লিক
ক্যামেরাতে বন্দী;
প্রকৃতির সাথে তার
কি আজব সন্ধি।
ছবি যেন জীবন্ত
আজগুবে শিল্প;
একেকটা ছবি তার
একেকটা গল্প।
ছবিতো অনেকে তুলে
বুঝাতে পারে ক'জনা?
লেখনির জাদু স্পর্শে
দেখান যা যা অজানা।
নামে বোকা,কামে নয়
সকলেরে ফুঁসলায়;
কোথা যাবে কি করে
ডিটেইলে বাতলায়।
সাবলীল লেখনিতে
সহজিয়া গদ্য;
পড়ে যেনো মনে হয়
ঘুরে এনু সদ্য।
আগে প্রায় লিখতো সে
ট্রাভেলিং ডায়েরী;
ঐ এক পোষ্টেতে
সারা মাস মাইরি।
বছর শেষেও পাবে
ভ্রমন সালতামামি;
ইদানিং কি যে হলো
প্রায় করে আলসেমি।
কবিতাও লিখে বেশ
ফিচার বা গল্প;
ভ্রমনের তুলনায়
পরিমাণে অল্প।
তার লিখা সিরিয়ালও
পাঠকের অতি খাস;
''মহারাণী'র কেচ্ছা'' বা
''রন্তুর কালো আকাশ''।
মানুষটা বড় ভালা
সিধেসাদা একরোখা;
বিনয়ের অবতার
কয়না সে কথা চোখা।
তার সনে বরাবরি
মোর মহা মিত্রতা;
কইনি বাড়িয়ে মোটে
দেখেছি যা,চিত্র তা।
বলবো কি অত আর
সকলেরি জানা;
তারেই বা আঁকবো কি
আমি ছাগু ছানা।
সুস্থ ব্লগিংএ তার
কি ভীষন নিষ্ঠতা;
সে-ই তারে আঁকবার
নেই মোর ধৃষ্টতা।
আমি অতি সাধারণ
নই কোন বোদ্ধা;
লেখকেরে জানালুম
কাঁচা হাতে শ্রদ্ধা।
উৎসর্গঃ
ডেডিকেটে কোন জন
সেও বুঝি বুঝা বাকি?
আলবাৎ বোকা ভায়া
ঘটে কিছু আছে নাকি?
ছবিঃ
লোকে তারে কয় বোকা
আমি কই বিচ্ছু;
নেট ঘেটে আতিপাতি
পেলুমনা কিচ্ছু।
সবেধন নীলমনি
বিদঘুটে প্রপি;
তাই নিয়ে তড়িঘড়ি
দিনু হেথা কপি।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৭