ফিরে দেখা ইতিহাসঃ
প্রিয় ব্লগার ''গিয়াস লিটন'' ২ (থুক্কু লেখক)পোষ্ট এ
কি করি আজ ভেবে না পাইঃ
লোকে যত হোক খুশী
দিক যত লাফঝাফ;
মোর চাই ফার্স্ট কপি
সাথে মাস্ট অটোগ্রাফ।
২. ১১ ই মে, ২০১৬ রাত ১০:০২ ১
শায়মা বলেছেন: ফার্স্ট কপি তুমি নেবে?
আহা কত আল্লাদ!
মরে যাই মরে যাই
সখ দেখে, দেখে সাধ!
ফার্স্ট কপি অলরেডি
এসেছেন চলে,
কার হাতে বলো দেখি
কে দেয় বলে!
হা হা হি হি হো হো ভায়া
বোকারাম হদ্দ
পাবে নাকো ফার্স্ট পিস
যত লেখো পদ্য!
১২. ১২ ই মে, ২০১৬ সকাল ৯:০৪ ১
গেম চেঞ্জার বলেছেন: ফার্স্ট কপি নিয়া টানা হ্যাচড়া করবার কি দরকার? ঐটা তো আমার। ) ) )
২০. ১২ ই মে, ২০১৬ দুপুর ১:৩৫ ২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা , গেম , কি করি
তুলিয়াছেন তর্ক !
যা দেখে হয়ে আছি
সদা সতর্ক !
ফার্স্ট কপি কে পেয়েছে ?
অনেকেই সরব
এখানেই কবি কিন্তু
রহিয়াছে নিরব ।
মোর কথাঃ
হা হা হো হো খিক খিক
হেসে খাই গড়াগড়ি;
গেমু কাঁদে মাথা ঠুকে
শায়মাপু,,,ভেরি সরি।
আগেইতো কয়েছিনু
ফার্স্ট কপি আমারি;
কেবা শুনে কার কথা
ব্যস,শুরু চামারি।
গেমু-আপু দুজনেরি
আজাইরা ক্যাঁচালে;
আমি বাপু সিধেসাদা
নেই অত প্যাঁচালে।
কথা কই সিধা সিধা
সাফ সদা জবানে;
যা যা কমু,করি তা-ই
প্রমানে কথা ক'বানে।
কার কত হৃদ্যতা
লিটনের পাল্লায়;
দেখলেতো গভীরতা?
মান রাখে আল্লায়।
লিটনের অভিধানে
আমি সদা ফার্স্ট পেজে;
যতই ভুলাও তারে
রঙে ঢঙে সেজেগুজে।
আহা আপু কাঁদো ক্যান
মোটে ভেঙ্গে পড়োনা;
লিটনদা তোমাদেরো
করেছেন করুনা।
সেকেন্ড গার্লটি তুমি
গেমু হেথা থার্ড বয়;
ঘাট হলো রেষারেষি
গুঁতোগুঁতি আর নয়।
চকচকা প্রচ্ছদে
ঝকঝকে লেখনি;
পড়েছ কি বইখানা?
কিছুইতো শেখনি!!
গুণীজন হতে হলে
প্রজ্ঞাটা চাই আগে;
হবেনা তা অর্জন
হিংসে বা ক্ষোভে রাগে।
লেকচারে লাভ নেই
জানি কমবেনা জ্বালা;
হেরে গেছ দুজনেই
হয়ে গেছে ফয়সালা।
কেস হলো ডিসমিস
হও এবার শান্ত;
পরাজয় মেনে নিয়ে
রণে দ্যাও ক্ষান্ত।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২২