মূল পোষ্টঃ !!২৬শে মার্চ- বাংলাদেশের স্বাধীনতা- কেউ কখনও খুঁজে কি পায় সেই স্বপ্নলোকের চাবি!!
জানতুম আগে থেকে
শুক্কুরবারের ঝটকা;
ঝেড়েই কেশেছি হেথা
আছে যা মনে খটকা।
আপু দেখি আজকাল
রাজনীতি কপচায়;
ডান থেকে বেশ দুরে
ঘেষা তিনি বাম প্রায়।
ঠিকাছে ঠিকাছে বাবা
কথা নাই মত নিয়া;
কি বা ক্ষতি হতো যদি
ছবিতে থাকতো জিয়া?
বাক স্বাধীনতা মানে
যা খুশী তা নয়;
বিতর্ক আছে নিয়ে
অভিজিত আর নিলয়।
চেতনার মানে কিগো
খায় নাকি পিন্দে;
বিভক্তি দেখে আজো
বুকে শেল বিন্দে।
''অসাম্প্রদায়িক'' মানেটা কি
সে কি ধর্মহীনতা?
আমি যদি ধর্ম চাই
গেলো কি তবে স্বাধীনতা?
কথা আছে হাজারো
কিন্তু যে বলা মানা;
নিরবে গুমরে মরে
ইতিহাসে যা অজানা।
দেশটা এগোবে কবে
আজো নেই ঐক্য;
মুখেই আপনি মোড়ল
জাতি নয় পরিপক্ক।
রাজন কাঁদায় আজো
তনু ভাঙ্গে বুক;
হৃদয়ে রক্ত ঝরে
লাজে লুকি মুখ।
লাইভ টেলিকাস্ট করে
সব চ্যানেল আজ ধন্য;
স্বাধীনতা হলো তাগো
কর্পোরেট দামী পণ্য।
''স্বাধীনতা'' এ শব্দটি
এতো হলো চর্চিত;
তিতকুটে বিস্বাদ লাগে
মুক্তিযোদ্ধারা লজ্জিত।
যা বুঝেছি ছোট ঘটে
লিখলুম ছাড়া ছাড়া;
চেতনার নাগপাশে
জাতি আজ দিশেহারা।
কি যে ঠিক কি যে ভুল
নিজেই বুঝিনা ছাই;
তাইতো নিয়েছি নিক
'কি করি আজ ভেবে না পাই'।
নাগো আপু ক্ষমো মোরে
মাথা আর খেলেনা;
ডান-বাম সবি চাই
একটাতে চলেনা।
কথায় আছে গভীরতা
যদি বুঝে নাও;
আমিও এক বিদ্রোহী
গন্ধ কি পাও??
শেষাংসে একমত
একি মোর দাবী;
বাঁচুক সবাই স্বাধীনতায়
নিয়ে স্বপ্নলোকের সোনার চাবি।
শেষ কথাঃ
লিখনির ক্রিটিসাইজ!!
নেই সেই ধৃষ্টতা;
স্বীকারে লজ্জা নেই
অধমের অজ্ঞতা।
যা লিখেছো,আরো এক
পিএইচডি থিসিস;
গর্বেতে সিনা টান
দিস,সাচ এ মাস্টারপিস।
পুনশ্চঃ
নিজ জন্মস্থান নিয়ে
করিনে কভু আপোষ;
বানানটা ভুল দেখে
হনু বেজায় নাখোশ।
কক্সবাজার বা ককস্বাজার
এই হলো শুদ্ধ;
জলদি তা করো ঠিক
বোকার এক হদ্দ।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২