সকালে বারেক মোল্লার মোড়ে টং দোকানে বসে ছিলাম আমি আর ইভান। আমার একটা বদঅভ্যাস আছে। সেটা হল সারাদিন ফেবুতে থাকা। আমি বসে বসে “মন্দিরে হামলা কি ধর্ম অবমাননা নয়?” শিরোনামের একটা লেখা পড়ছিলাম। ইভান উকি দিয়ে সেটা দেখে সাথে সাথে বলে উঠল, মালুদের উচিত শিক্ষা দেওয়া দরকার। আমি ইভানের দিকে তাকিয়ে বললাম, কেন? সে বলে, “এটা কোন ধর্ম হল!! যার প্রান নাই তার পূজা করে লাভ কি!!! রাত বিরাতে ঢোল পিটায়, সন্ধ্যা হলে উলু দেয়।” খুব বিরক্তি নিয়ে ইভান কথা গুলো বলল। আমি বললাম, স্বাধীন দেশে সবাই যার যার ধর্ম পালন করতে পারে। আমার কথা পুরোটা শেষ না হতেই ইভান বলে উঠল, “তুইও দেখি মালায়নদের দলে!!!” ইসলাম ধর্মে কোথাও তো লেখা নাই, মানুষের উপর জুলুমের কথা। তারা তো আমাদের সাথে কাধে কাধ মিলিয়ে এগিয়ে চলছে। তাদের ঢোলের শব্দে আমাদের সমস্যা হয়, তারা উলু দিলে আমাদের সমস্যা হয় কিন্তু যখন আমরা পার্কে বসে টিপাটিপি করি, লুকিয়ে লুকিয়ে পর্ণগ্রাফী দেখি, ফাইজলামির ছলে মেয়ে বন্ধুটির নিতম্ভে হাত দিয়ে বসি, সুযোগ পেলে লিটনের ফ্লাটে যাবার জন্য আকুপাকু করি তখন তো কোন সমস্যা হয়না। আসলে সমস্যাটা কোথায় জানেন ? সমস্যা আমাদের মাথায়। আমার তো অনেক বন্ধু আছে যারা হিন্দু। তাদের সাথে চলতে তো আমার কোনদিন কোন সমস্যা হয়নি। আমার বন্ধু পলাশ হিন্দু, আমি আর সে এক কাপ চা ভাগ করে খেয়েছি অনেক। নয়ন আর আমি হোস্টেলে এক রুমে থেকেছি। রাতুল আমি এক প্লেটে অনেক দিন ভাত খেয়েছি। রাধিকার মার হাতের লুচি খেয়ে অনেক দুপুর পার করেছি। আমি তাদের মধ্যে কোনদিন সংকোচ দেখিনি। আমার লিস্টে থাকা হিন্দু বন্ধু গুলো যখন কালো রঙয়ের প্রফাইল পিকচার দিয়েছে আমার টাইমলাইনটাও কালো রঙে ছেয়ে গেছে। তোদের মনে হয় আমরা ভালবাসতে পারিনি, আপন ভাবতে পারিনি। জানিনা কোন অদৃশ্য টানে এদেশে পড়ে আছিস তোরা। তোরা ৪৭ এ চলে গেলেই পারতি! আজ অন্তত বুক ফুলিয়ে বাচতে পারতি। মাথা উচু করে দু-চার কথা শোনাতে পারতি। তোদের জন্য আমরা আফসোস ছাড়া কিছু করতে পারিনা। এই আফসোসকারীর সংখ্যা নেহাত সামান্য।
আমরা ভগবানকে গালি দিলে তো ভগবান সম্প্রদায় আমাদের আল্লাহকেই গালি দিয়ে বসবে। ব্যাপারটা তাহলে কোথায় গিয়ে দাড়াল? থুতু তো নিজের গায়েই লাগল। অন্যকে সম্মান দিলে নিজের সম্মান কমে না, বরং বাড়ে। আর সেই বোধটাই আমরা হারিয়ে ফেলেছি
আমাদের এই উগ্রতা আমাদের ইসলামকে কলুষিত করছে। সারা দুনিয়া আজ আমাদের বাকা চোখে দেখে। টেররিস্ট মনে করে। আমাদের সমাজের একটা অংশ ইসলামের লোগো গায়ে লাগিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। আর এদের কারনে আমরা আমাদের সম্মানটুকু হারাতে বসেছি। ইসলাম মানে যদি শান্তি হয় তাহলে কার শান্তির জন্য আমরা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছি?? ইসলামের মর্ম কথা হল শান্তি ও নিরাপত্তা। আসুন এই সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে আমরা সামনে এগিয়ে যাই।
আমি সব সময় নির্যাতিতদের দলে। হোক সে মুসলিম, অথবা হিন্দু, অথবা খৃষ্টান, অথবা বৌদ্ধ। ধর্মের লোগো গায়ে না লাগিয়ে মানবতাকে জাগ্রত করুন।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭