কয়েক দিন আগে লাইব্রেরীতে বসে ছিলাম। ৪০০ পেজের বইটির পাতা শুধু উল্টাছিলাম আর পাশের বন্ধুটির সাথে ফিসফিসিয়ে গল্প করছিলাম। গল্প প্রসঙ্গেই ব্লগ নিয়ে কথা উঠল। সে কিনা আমাকে বলে, ছিঃ ছিঃ তুমি ব্লগে পড়। আমি মৃদু হাসি দিয়ে বললাম, “আমি শুধু ব্লগে পড়িই না, মাঝে মাঝে লিখিও”। তার ধারনা ব্লগ হল নাস্তিকদের জায়গা। আমি খুব অবাক হয়েছিলাম সেদিন। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের এমন মনোভাব দেখে। তার পর থেকে দেখতাম সে মোটামুটি আমার সাথে দূরত্ব বজায় রেখে চলে। টং দোকানে বসে চা খায় না। নীলক্ষেতের অলিগলিতে ঘুরে না। মহল্লার সরু রোডেও আমার সাথে হাটে না।
আমাদের সমাজের মানুষ গুলো ব্লগারদের আসলে বাকা চোখেই দেখে। ব্লগাররা সবাই তো আর নাস্তিক না। এখানে তো আমাদের রুচির বহিঃপ্রকাশ ঘটে। যার যেটাতে ঝোক সে সেটা নিয়েই লেখে। কেউ রাজনীতি নিয়ে লিখছে, কেউ খেলাধুলা, কেউ কবিতা, কেউ ধর্ম, কেউ ভ্রমন, কেউ প্রযুক্তি নিয়ে লিখছে। এখানে লেখার তো হাজার রকম টপিক আছে। ব্লগ পড়ে তো আমি নিজেই অনেক কিছু জেনেছি। নিজেকে বিকাশ করার সুযোগ পেয়েছি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন ব্লগার খুন হল। এখন তাদেরকে দিয়ে তো আর সবাইকে বিচার করলে হবে না। তারা সবাই ছিল মুক্তমনা। যে প্রযুক্তি নিয়ে নিয়ে লিখছে, আর কোন অধম যদি তাকে নাস্তিক ভাবে এর থেকে হাস্যকর আর কি হতে পারে। আমার কাছের বন্ধুটির অবস্থা ঠিক সেরকম। আমরা আসলে হুজুগে বাঙ্গালী। পাশের জনের কথা শুনে নাচানাচি শুরু করে দেই। নিজের বিবেককে বিচারের সুযোগ দেইনা। আমাদের সমাজের শুভ উদয়ের অপেক্ষাতেই রইলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ সকাল ১০:২৮