মেঘালয়ের আকাশে মোরগফুল লাল সূর্য উঠে
ঘরের কোণায় আঁধারে মাকড়সা জালের দৈর্ঘ্য বাড়ে
জানালায় ওপারে বাতাসে কাঁপে সবুজ বাতাবী লেবু।
সোমেশ্বরী নদীর বুকে খেলা করে জলের স্রোত
অবাধ্য দুপুরে কানামাছি দৌড়ের মতো বৃষ্টি আসে
জিলেপির প্যাচের মতো সংসারে, একটা সুর বাজে।
ভালবাসার মতো,
কাউকে না কাউকে আমরা খুঁজতে থাকি
জীবন ভর খুঁজতে থাকি, খুব নিরবে, সংগোপনে...
(১৬।০৬।২০১৩)