সামাজিকতা ছিলো আগে হাটে, মাঠে , গ্রামে।
সেই সামাজিকতা খেলো ফেবু, টুইট, ইন্সটাগ্রামে।
বাজার খেলো, মল খেলো, খেলো মলের সব দোকান
এক বাজারে সব খেয়েছে নামটি তার আমাজান।
সিডি খেলো ক্যাসেটকে আর ডিভিডি খেলো সিডি
ইউটিউবে দুটোই খেলো বড় আজব ঘটনাটি।
থিয়েটার খেলো ব্লকবাস্টারে, ব্লকবাস্টারকে নেটফ্লিক্স
বুভুক্ষু এই খাওয়ার দুনিয়ায় চলছে নানান ট্রিক্স।
বই খেলো কিন্ডলে আর ক্যাশ খেয়ে দিলো কার্ডে
সুন্দর হাতের লেখা খেলো ফোন আর কীবোর্ডে।
ইমেইল খেলো চিঠির দুনিয়া, ফ্যাক্সে ডাকঘর
এক পডকাস্টে নিয়ে এলো নতুন অডিওর আসর।
পোলা হয়ে বাপকে খেলো ল্যান্ডফোনকে সেলফোন
রেডিও, টিভি, পত্রিকা একাই খেলো এমনি তার গুণ।
শৈশবের ব্যাঙ্গমা, ব্যাঙ্গমি খেলো হালের হ্যারি পটারে,
হারোমনি আর বাঁশি খেলো ড্রাম আর গীটারে।
ম্যাকআপে ন্যাচারাল বিউটি খেলো, উবারে ট্যাক্সি
আজব এই খাওয়ার দুনিয়া, কত আজব ঘটনা দেখছি।
ছোট পরিবার খেয়ে দিলো আগের যৌথ সব পরিবার
টেকনোলজি ন্যাচার খেলো বাড়ছে শুধুই হাহাকার ।
আজকের এই দিন বদলে গেছে যেমন ছিলো শৈশবে ।
মানব তৈরি এই টেক দুনিয়া একদিন মানুষকে খাবে।